জলঢাকা পৌরসভার মেয়র ও কমিশনার বিরোধ আলাদা আলাদা শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদন
https://www.obolokon24.com/2017/12/jaldhaka_67.html
মর্তুজা ইসলাম, জলঢাকা নীলফামারীঃ
নীলফামারীর জলঢাকা পৌরসভার
মেয়র ও কমিশনাররা আলাদা আলাদাভাবে মহান বিজয় দিবস পালন করেছে। শনিবার
দিবসের প্রথম প্রহরে উপজেলা প্রশাসনের সাথে ৭নং ওর্য়াডের কমিশনার রহমত আলীর
নেতৃত্বে ৮জন কমিশনার শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদন করে। এসময় উপস্থিত ছিলেন
কমিশনার বিশ্বজিৎ রায়, রঞ্জিত কুমার রায়, ফজলুর রহমান (হালাই), আলমগীর
হোসেন, জিয়াউর রহমান জিয়া, আফরোজা হাফিজ ও মাজেদা বেগম।
পরে মেয়র ফাহমিদ ফয়সাল কমেট চৌধুরী ৩জন কমিশনার ও অফিস স্টাফদের সাথে নিয়ে শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদন করে। এসময় উপস্থিত ছিলেন
প্যানেল মেয়র রুহুল আমিন, কমিশনার ফজলু ও মুন্নি।
৯নং ওয়ার্ডের কমিশনার মহসিন আলীর সাথে কথা হলে তিনি জানান, আমি ব্যাক্তিগত কাজে ব্যস্ত থাকায় উপস্থিত ছিলাম না।
এবিষয়ে কমিশনার রহমত আলীর সাথে কথা হলে তিনি বলেন মেয়র সাহেব আমাদের লিখিত ও মৌখিকভাবে বিজয় দিবস পালন সম্পর্কে অবগত করে নাই। তার উদাসীনতা ও দায়িত্বহীনতার কারনে আমরা ৮জন কমিশনার পৌরসভার পক্ষ থেকে ইতিহাসের স্বাক্ষী হতে উত্তরবঙ্গের সর্ববৃহৎ শহীদ মিনারে জাতীর শ্রেষ্ঠ সন্তানদের শ্রদ্ধা নিবেদন করি।
এদিকে মেয়রের সাথে মোবাইল ফোনে যোগাযোগ করলে ফোন বন্ধ পাওয়া যায়।
প্যানেল মেয়র রুহুল আমিনের সাথে কথা হলে তিনি জানান, তিনমাস থেকে বেতন না পেয়ে তারা এরকম করতে পারে। কেন বেতন পান নাই এর জবাবে প্যানেল মেয়র বলেন ফাণ্ডে টাকা নাই।
৯নং ওয়ার্ডের কমিশনার মহসিন আলীর সাথে কথা হলে তিনি জানান, আমি ব্যাক্তিগত কাজে ব্যস্ত থাকায় উপস্থিত ছিলাম না।
এবিষয়ে কমিশনার রহমত আলীর সাথে কথা হলে তিনি বলেন মেয়র সাহেব আমাদের লিখিত ও মৌখিকভাবে বিজয় দিবস পালন সম্পর্কে অবগত করে নাই। তার উদাসীনতা ও দায়িত্বহীনতার কারনে আমরা ৮জন কমিশনার পৌরসভার পক্ষ থেকে ইতিহাসের স্বাক্ষী হতে উত্তরবঙ্গের সর্ববৃহৎ শহীদ মিনারে জাতীর শ্রেষ্ঠ সন্তানদের শ্রদ্ধা নিবেদন করি।
এদিকে মেয়রের সাথে মোবাইল ফোনে যোগাযোগ করলে ফোন বন্ধ পাওয়া যায়।
প্যানেল মেয়র রুহুল আমিনের সাথে কথা হলে তিনি জানান, তিনমাস থেকে বেতন না পেয়ে তারা এরকম করতে পারে। কেন বেতন পান নাই এর জবাবে প্যানেল মেয়র বলেন ফাণ্ডে টাকা নাই।