ডোমারে বাল্য বিবাহ, মাদক, জুয়া প্রতিরোধে আলোচনা সভা ও নাট্যানুষ্ঠান
https://www.obolokon24.com/2017/12/domar_31.html
নীলফামারী ডোমারে বাল্য বিবাহ, মাদক, জুয়া প্রতিরোধে গণ সচেতনতা সৃষ্টির লক্ষে আলোচনা সভা ও নাট্যানুষ্ঠান। উপজেলার ৭নং বোড়াগাড়ী ইউপির উদ্যোগে ৩০ ডিসেম্বর শনিবার সকাল ১১টায় পরিষদ মাঠে ইউপি চেয়ারম্যান তোফায়েল আহমেদ এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, নীলফামারী-(১) ডোমার ডিমলা আসনের আসনের মাননীয় সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আফতাব উদ্দিন সরকার। বিশেষ অতিথি উপজেলা চেয়ারম্যান আব্দুর রাজ্জাক বসুনিয়া, উপজেলা নির্বাহী কর্মকর্তা উম্মে ফাতিমা, থানা অফিসার ইনচার্জ (তদন্ত) ইব্রাহীম খলিল, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার সাকেরিনা বেগম, মহিলা বিষয়ক কর্মকর্তা শাহিনুর খাতুন, পরিবার পরিকল্পনা কর্মকর্তা আবু জাফর। অন্যান্যদের মধ্যে প্যানেল চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুল মান্নান, উপজেলা যুবলীগের ভারপ্রাপ্ত সভাপতি মহিউদ্দিন আহমেদ মিল্টন, বোড়াগাড়ী ইউনিয়ন আ’লীগের সাঃ সম্পাদক মনজুর আহমেদ ডন প্রমূখ বক্তব্য রাখেন। শেষে জীবন কুমার পোদ্দারের রচনায় ও নির্দেশনায় বিষয় ভিত্তিক নাটক “শিল্পীর জীবন কথা” মঞ্চায়ন করা হয়। মাননীয় সাংসদ সকলকে বাল্য বিবাহ না দেয়ার জন্য শপথ বাক্য পাঠ করান।