৭ মার্চের ভাষণকে ইউনেস্কোর স্বীকৃতি রংপুরে ছাত্রলীগের বিশাল আনন্দ র‌্যালী

মামুনুর রশিদ মেরাজুল ঃ
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক ৭ মার্চের ভাষণকে ‘মেমোরি অব দ্য ওয়ার্ল্ড’ হিসেবে ইউনেস্কোর স্বীকৃতি প্রদান উপলক্ষ্যে রংপুর মহানগরীতে আনন্দ র‌্যালি ও সমাবেশ করেছে মহানগর ছাত্রলীগ। সোমবার দুপুরে আনন্দ র‌্যালীটি রংপুর প্রেসক্লাবের থেকে বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে কাচারী বাজারে সমাবেশ করে।
সমাবেশে মহানগর ছাত্রলীগের সভাপতি শাফিউর রহমান স্বাধীনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শেখ আসিফ এর সঞ্চলনায় মহানগর ছাত্রলীগের সহ-সভাপতি মাহাবুব জামান মাসুম, নয়ন মাহমুদ বিপ্লব, যুগ্ন সাধারণ সম্পাদক আজিজুল ইসলাম আজিজ, সাংগঠনিক সম্পাদক আনিছুল ইসলাম আনিছ বক্তৃতা করেন।
বক্তারা বলেন, প্যারিসে ইউনেস্কোর সদর দপ্তরে সংস্থাটির মহাপরিচালক ইরিনা বোকোভা এক বিজ্ঞপ্তিতে ১৯৭১ সালের ৭ মার্চ রেসকোর্স ময়দানে (বর্তমান সোহরাওয়ার্দী উদ্যান) দেওয়া বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জ্বালাময়ী ওই ভাষণটিকে ‘ডকুমেন্টারি হেরিটেজ’ (প্রামাণ্য ঐতিহ্য) হিসেবে ঘোষণা করেন। এতে আমরা অনেক আনন্দিত।
এসময় মহানগর ছাত্রলীগের আওতাধীন বিভিন্ন কলেজ ও ওয়ার্ড ছাত্রলীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। 

পুরোনো সংবাদ

সমাজ-সংগঠন 8257662261240625644

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item