পঞ্চগড়ে প্রধান শিক্ষকের দূর্ণীতির অভিযোগে জনসভা

মো: তোতা মিয়া, পঞ্চগড় প্রতিনিধি:
পঞ্চগড় শালমারা ভিতরগর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষকের দূর্ণীতির অভিযোগে জনসভা করেছে এলাকাবাসী। ০৫ নভেম্বর রবিবার স্কুল মাঠে বিশাল জনসভাটি হয়।জনসভায় বক্তাদেও অভিযোগ থেকে জানা যায়, পঞ্চগড় শালমারা ভিতরগর উচ্চ বিদ্যালয়টি ১৯৫৯ সাল হতে ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান ও মনোরম পরিবেশের অধিকারী। অভিভাকবৃন্দ ও স্থানীয় অধিবাসীগন জানান বিদ্যালয়টি চারপাশে মনোরম পরিবেশের জন্য অনেকগুলি বিভিন্ন প্রজাতির গাছ পালা ছিল।উক্ত বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি, প্রধান শিক্ষক ও নাইট গার্ড যোগ গত ২৩/০৩/২০১৬ইং তারিখে সরকারী কোন অনুমোদন ছাড়াই রাতের অন্ধকারে গায়ের আনুমানিক ৪ লক্ষাধিক টাকা মূল্যের গাছগুলি কর্তন করেন।গাছগুলি না থাকায় বিদ্যালয়ে ছাত্র-ছাত্রীদের দূভোগ বেড়েছে। বিদ্যালয়ে একটি ৩.২৯ পুকুর রয়েছে।প্রচার প্রচারনাব্যতি রেখে গোপনে পুকুরটি অন্যত্র লিজ দেয়। ১নং অমরখানা ইউপি চেয়ারম্যান মো: নুরুজ্জামান নুরু তিনি গরীব এবং মেধাবী ছাত্র-ছাত্রীদের জন্য ২০১৭ইং সালে জানুয়ারীর শুরুতে ৪০ টি স্কুল ব্যাগ যার মূল্য প্রতি ব্যাগ ৫৫০/- টাকা। ব্যাগগুলি প্রধান শিক্ষকের নিকট প্রদান করে।আজও পর্যন্ত কোন ছাত্র-ছাত্রী কোন ব্যাগ পায়নি।জনসভায় বক্তব্য রাখেন, আসাদুজ্জামান (আওয়ামীলীগ ইউপি সাধারন সম্পাদক), মো: মাজাহারুল ইসলাম (প্রধান শিক্ষক মোহারাজা নিন্ম মাধ্যমিক উচ্চ বিদ্যালয়), হায়াতুন নবী (ইউপি সদস্য ৯নং ওয়ার্ড, অমর খানা), একরামুল পরামানিক (অভিভাবক সদস্য), সহিদুল ইসলাম (অভিভাবক সদস্য)।জনসভায় ১নং অমর খানা ইউপি চেয়ারম্যান,মো: নুরুজ্জামান নুরু বলেন বিষয়গুলি আমি শুনলাম, বিষয়গুলি জটিল, এ ব্যাপারে ৭ তারিখে সকাল ১১.০০ ঘটিকায় এলাকার গন্যমান্যব্যক্তি সহ প্রধান শিক্ষকের নিকট আমরা বসব এবং উপযুক্ত সিদ্ধান্ত গ্রহন করব এবং ম্যানেজিং কমিটির নির্বাচনের ব্যাপারে আলোচনা করব। এব্যাপারে প্রধান শিক্ষক আনারুল ইসলাম এর নিকট জানতে চাইলে তিনি এব্যপারগুলো অস্বীকার করেন।

পুরোনো সংবাদ

পঞ্চগড় 3151981208253949497

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item