সৈয়দপুরে কৃষি উন্নয়নে আইএফডিসি’র উদ্যোগে কৃষক প্রশিক্ষণ অনুষ্ঠিত

তোফাজ্জল হোসেন লুতু,সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি :

  সৈয়দপুরে আন্তর্জাতিক সার উন্নয়ন কেন্দ্রের (আইএফডিসি) কৃষি উন্নয়ন প্রকল্পের আওতায় টেকসই মাটি ব্যবস্থাপনা অংশ শীর্ষক এক কৃষক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। আজ (সোমবার) সৈয়দপুর উপজেলা পরিষদ হলরুমে ওই প্রশিক্ষণের আয়োজন করা হয়। সকালে ওই কৃষক প্রশিক্ষণ আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়েছে।
 নীলফামারী কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক (ডিডি)  আলহাজ্ব গোলাম মো. ইদ্রিস  প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রশিক্ষণের  শুভ উদ্বোধন করেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি’র বক্তব্য রাখেন আন্তর্জাতিক সার উন্নয়ন কেন্দ্রের (আইএফডিসি) মৃত্তিকা বিজ্ঞানী মো. মাইনুল হাসান।
কৃষক প্রশিক্ষণের উদ্বোধনী অনুষ্ঠানে সৈয়দপুর  উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মোছা. হোমায়রা মন্ডল হিমু সভাপতিত্ব করেন।  এতে স্বাগত বক্তব্য রাখেন সৈয়দপুর উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কামারপুকুর ব্লকের উপ-সহকারি কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. আসাদুজ্জামান আশা।  উদ্বোধনী অনুষ্ঠানটি সঞ্চালনা করেন আন্তর্জাতিক সার উন্নয়ন কেন্দ্রের (আইএফডিসি) ফিল্ড-কো-অর্ডিনেটর আবু জাফর মুহম্মদ নূর নবী।
আন্তর্জাতিক সার উন্নয়ন কেন্দ্রের (আইএফডিসি) মৃত্তিকা বিজ্ঞানী মো. মাইনুল হাসান প্রশিক্ষণে প্রশিক্ষণ প্রদান করেন।
 দিনব্যাপী প্রশিক্ষণে সৈয়দপুর উপজেলা কামারপুকুর কৃষি ব্লকের ২৫জন কৃষক-কৃষাণী ও ৫ জন খুচরা সার ব্যবসায়াসহ সর্বমোট ৩০ জন অশ নেয়। 

পুরোনো সংবাদ

নীলফামারী 6085272166993966771

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item