বালিয়াডাঙ্গীতে স্বর্ণালংকারসহ ১০ লক্ষ টাকা চুরি।

 আব্দুল আউয়াল ঠাকুরগাঁও প্রতিনিধি ঃঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের বাড়ীতে দুধর্ষ চুরি ভাংচুরের ঘটনা ঘটেছে। ঘরের আলমিরাতে থাকা ১৭ভরি স্বর্ণালংকার, এবং ৪৫ ভোরি রুপা সহ প্রায় ১০ লক্ষ ৩০ হাজার নগত টাকার মালামাল নিয়ে গেছে চোরেরা। 

রবিবার সন্ধ্যায় বালিয়াডাঙ্গীর দুওসুও ইউনিয়নের জোতপাড়া গ্রামের শিক্ষক মকবুল হোসনের বাড়ীতে এ ঘটনা ঘটে। মকবুল হোসেন লালাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক। মকবুল হোসেনের বাড়ী বালিয়াডাঙ্গী-ঠাকুরগাঁও মহাসড়কের দক্ষিণ পার্শ্বে। 

শিক্ষক মকবুল হোসেন বলেন, রবিবার বিকালে বালিয়াডাঙ্গীর ভানোর ইউনিয়নে এক আত্মীয় মারা গেলে তার জানাযা নামাজে অংশ নেওয়ার আমার স্ত্রীসহ সেখানে যাই। সন্ধ্যার সময় বাড়ীর গেটের তালা খুলে ভিতরে প্রবেশ করার পর দেখি যেম প্রাচীর টপকে বারান্দার গ্রীলের তালা ও শয়ন ঘরের তালা ভেঙ্গে ঘরের আলমিরার ভিতরে থাকা আমার স্ত্রী ও মেয়ের ১৮ ভরি স্বর্ণালংকার, নগদ ২ লক্ষ টাকা এবং অন্যান্য আসবাবপত্র সহ প্রায় ১০ লক্ষাধিক টাকার মালামাল চুরি করে নিয়ে গেছে।

তিনি আরও বলেন, আমি বাড়ীতে না থাকার সুযোগ নিয়েই চোরেরা এই চুরির ঘটনা ঘটিয়েছে। 

তবে স্থানীয়রা বলছে, সন্ধ্যার আগে তার বাড়ীর সামনে দুটো মোটর সাইকেল দাড় করানো ছিল। কিন্তু  প্রতিদিনের ন্যায় বাড়ীর গেট সব সময় বন্ধ থাকার কারণে বিষয়টি কেউ খেয়াল করেনি। 

খবর পেয়ে  বালিয়াডাঙ্গী থানার ওসি (তদন্ত) মিজানুর রহমান, জেলা পরিষদের সদস্য হুমায়ুন কবির, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার (ভারপ্রাপ্ত) জাহিদ হাসান ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

পুরোনো সংবাদ

ঠাকুরগাঁও 415391043899122921

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item