সৈয়দপুর উপজেলা ক্রীড়া সংস্থা আয়োজনে ভলিবল টূর্ণামেন্টের উদ্বোধন

তোফাজ্জল হোসেন লুতু, সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি:

সৈয়দপুরে উপজেলা ভলিবল টূর্ণামেন্ট - ২০১৭ শুরু হয়েছে। সৈয়দপুর উপজেলা ক্রীড়া সংস্থা স্থানীয় স্টেডিয়ামে ওই  টূর্ণামেন্টের আয়োজন করেছে। আজ (শনিবার) বিকেল ৪ টা টূর্ণামেন্টের শুভ উদ্বোধন করা হয়। নীলফামারী জেলা প্রশাসক মোহাম্মদ খালেদ রহীম প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এর শুভ উদ্বোধন করেন।
উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সৈয়দপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. মোখছেদুল মোমিন।
এতে সভাপতিত্ব করেন সৈয়দপুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ও উপজেলা ক্রীড়া সংস্থার সভাপতি মো. বজলুল রশীদ।
স্বাগত বক্তব্য দেন সৈয়দপুর উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক  ও পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. মোজাম্মেল হক।
এ সময় উপস্থিত ছিলেন সৈয়দপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আহ্মেদ মাহবুব-উল ইসলাম, ভলিবল টূর্ণামেন্ট পরিচালনা কমিটির আহ্বায়ক হায়াত আলী জাফরী, অধ্যক্ষ মো. শাবাহাত আলী সাব্বু, সৈয়দপুর পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আনোয়ারুল ইসলামসহ আমন্ত্রিত অতিথি, সুধীজন, শিক্ষক, সাংবাদিক রাজনীতিবিদরা উপস্থিত ছিলেন।।
 সৈয়দপুর উপজেলা ক্রীড়া সংস্থার যুগ্ম সাধারণ সম্পাদক মো. জোবায়দুর রহমান শাহীন গোটা উদ্বোধনী অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ।
গতকাল শনিবার টূর্ণামেন্টের উদ্বোধনী খেলায় শহীদ কুদরত স্মৃতি সংসদ ও সেবা একাদশ পরস্পরের মুখোমুখি হয়। এতে শহীদ কুদরত স্মৃতি সংসদ ২-০ সেটে সেবা একাদশকে পরাজিত করে।
রোববার টূর্ণামেন্টের দ্বিতীয় খেলাটি রূপালী ক্রীড়া চক্র ও বোতলাগাড়ী সবুজ সমিতির মধ্যে অনুষ্ঠিত হবে।   

পুরোনো সংবাদ

নীলফামারী 1537917282455641257

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item