ডোমার পৌর এলাকার রাস্তার বেহাল দশা!! লাখো মানুষের দূর্ভোগ

আনিছুর রহমান মানিক, ডোমার(নীলফামারী) প্রতিনিধি>>

নীলফামারীর ডোমার পৌর এলাকার মেইন সড়কের বেহাল দশা কর্তৃপক্ষ নিরব দর্শকের ভূমিকায়। রাস্তা গুলো চলাচলের অযোগ্য হয়ে পড়েছে। খানাখন্দক আর ভাঙ্গাচুরার কারনে প্রতিদিন ছোট থেকে বড় ধরনের দূর্ঘটনা ঘটেই চলেছে। বিশেষ করে পঞ্চগড় হতে ছেড়ে আসা ১০ চাকার পাথরের ট্র্যাক দিনরাত চলাচলের কারণে বেশী ক্ষতির কারণ হয়ে দাঁড়িয়েছে রাস্তার। স্কুল যাতায়াতে কোমলমতি শিক্ষার্থীদের চরম ভোগান্তিতে পড়তে হচ্ছে। ড্রেনেজ ব্যাবস্থা না থাকায় সামান্য বৃষ্টিতেই রাস্তায় পানি জমে কাঁদা মাটিতে একাকার হয়ে যায়, যদিওবা পৌরসভার ড্রেন রয়েছে তা দখলবাজীর খপ্পরে তা বন্ধ হয়ে সৃষ্টি হয় জলাবদ্ধতা। শহরের প্রধান সড়কের মধ্যে ডোমার থানা হতে ফায়ার সার্ভিস অফিস পর্যন্ত সংস্কার করা জরুরী। তাদের মধ্যে কাঁচা বাজার, মুক্তিযোদ্ধা অফিসের সামনে, বাসষ্ট্যান্ড, ফ্রেন্ডস্ হাসপাতাল ও লিটল হার্টস স্কুলের সামনে জরাজিন্ন অবস্থা চলাচলের অযোগ্য হয়ে পড়েছে। গত সপ্তাহে এলাকাবাসী সড়ক নির্মানের দাবীতে মানববন্ধন করায় সামান্য ইট, খোয়া ও বালু দিয়ে দায় সারেন, কর্তৃপক্ষ নিরব ভুমিকা পালন করছে বলে অভিযোগ ভুক্তভুগীদের। এবিষয়ে পৌর মেয়র আলহাজ্ব মনছুরুল ইসলাম দানু জানান, এটি সড়ক ও জনপথের রাস্তা, আন্দোলনের পরে কর্তপক্ষের টনক নড়েছে বর্ষার শেষে রাস্তা সংকারে কাজ শুরু হবে বলে। অপরদিকে ডোমার চিলাহাটির রাস্তার কাজ ধিরগতিতে চলছে। গত ডের বছরেও শেষ না হওয়ার ক্ষোভ প্রকাশ করেন মিরজাগঞ্জ ও চিলাহাটির মানুষ। অতিস্বত্তর রাস্তাগুলির পূর্ণনির্মাণ ও সংস্কারের জোর দাবী জানান উপজেলাবাসী।

পুরোনো সংবাদ

নীলফামারী 71991976622312870

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item