ডোমারে ৯৩টি পুজা মন্ডবে রং তুলির কাজে ব্যাস্ত সময় পার করছে শিল্পীরা
https://www.obolokon24.com/2017/09/domar_81.html
আনিছুর রহমান মানিক, ডোমার, (নীলফামারী) প্রতিনিধি>>
হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শ্বারদীয় দূর্গোৎসব। ডোমার উপজেলার ৯৩টি পুজা মন্ডবে শিল্পীরা তাদের রং তুলির আচঁলে নিখুঁত ও সুন্দর করে ফুটিয়ে তুলতে ব্যাস্ত সময় পার করতে দেখা গেছে। ২৬ সেপ্টেম্বর মঙ্গবার ভোররাত্রী থেকে তুলসি আরতি, নগর পরিক্রমা, শুভ অধিবাস, মঙ্গলঘট স্থাপন ও ভাগবত গীতা পাঠের মধ্যদিয়ে বিজয়া শুরু হবে। পুজাকে সামনে রেখে প্রতিটি মন্ডবে রাতদিন প্রতিমা তৈরী ছাড়াও ডেকোরেশন, লাইটিং, হোটেল রেস্তোরা, সাজাতে বিরামহীন ভাবে কাজ করে আসছে। অপরদিকে নতুন জামাই ও ছেলে মেদের সাজাতে কাপড়ের দোকান ও গার্মেন্টর্স গুলোতে উপচেভড়া ভীড় চোখে পড়ার মতো। উপজেলার ১০টি ইউনিয়নে ৯৩টি মন্ডবে পূজা উদ্যাপন করবে। তাদের মধ্যে পৌর এলাকার হরিসভা মন্দির, নিউ মিলন সংঘ শিব মন্দির, সন্ন্যাসী মন্দির, চাকধাপাড়া পুজা মন্ডবে বেশ জাগজমক ভাবে উৎসবটি পালন করে। ইউনিয়নের মধ্যে নিমোজখানা দুর্গা মন্ডব, বোড়াগাড়ী দুর্গা মন্ডব, বামুনিয়া নাটুয়ার হাট ও খামার বামুনিয়া সর্বজনীন দুর্গা মন্ডব অন্যতম। পূজা উৎযাপন কমিটির সভাপতি রামনিবাস আগরওয়ালা জানান, মায়ের আগমনে সকল ধর্মবর্ণ নির্বিশেষে উৎসাহ ও উদ্দিপনার মধ্য দিয়ে শান্তিপূর্ণ ভাবে পূজা সম্পন্ন হবে। এবিষয়ে ডোমার থানা অফিসার ইনচার্জ মোকছেদ আলী বেপারী আইন শৃঙ্খলা পরিস্থিতির বিষয়ে কঠোর পদক্ষেপ গ্রহন করেছে বলে জানান।
হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শ্বারদীয় দূর্গোৎসব। ডোমার উপজেলার ৯৩টি পুজা মন্ডবে শিল্পীরা তাদের রং তুলির আচঁলে নিখুঁত ও সুন্দর করে ফুটিয়ে তুলতে ব্যাস্ত সময় পার করতে দেখা গেছে। ২৬ সেপ্টেম্বর মঙ্গবার ভোররাত্রী থেকে তুলসি আরতি, নগর পরিক্রমা, শুভ অধিবাস, মঙ্গলঘট স্থাপন ও ভাগবত গীতা পাঠের মধ্যদিয়ে বিজয়া শুরু হবে। পুজাকে সামনে রেখে প্রতিটি মন্ডবে রাতদিন প্রতিমা তৈরী ছাড়াও ডেকোরেশন, লাইটিং, হোটেল রেস্তোরা, সাজাতে বিরামহীন ভাবে কাজ করে আসছে। অপরদিকে নতুন জামাই ও ছেলে মেদের সাজাতে কাপড়ের দোকান ও গার্মেন্টর্স গুলোতে উপচেভড়া ভীড় চোখে পড়ার মতো। উপজেলার ১০টি ইউনিয়নে ৯৩টি মন্ডবে পূজা উদ্যাপন করবে। তাদের মধ্যে পৌর এলাকার হরিসভা মন্দির, নিউ মিলন সংঘ শিব মন্দির, সন্ন্যাসী মন্দির, চাকধাপাড়া পুজা মন্ডবে বেশ জাগজমক ভাবে উৎসবটি পালন করে। ইউনিয়নের মধ্যে নিমোজখানা দুর্গা মন্ডব, বোড়াগাড়ী দুর্গা মন্ডব, বামুনিয়া নাটুয়ার হাট ও খামার বামুনিয়া সর্বজনীন দুর্গা মন্ডব অন্যতম। পূজা উৎযাপন কমিটির সভাপতি রামনিবাস আগরওয়ালা জানান, মায়ের আগমনে সকল ধর্মবর্ণ নির্বিশেষে উৎসাহ ও উদ্দিপনার মধ্য দিয়ে শান্তিপূর্ণ ভাবে পূজা সম্পন্ন হবে। এবিষয়ে ডোমার থানা অফিসার ইনচার্জ মোকছেদ আলী বেপারী আইন শৃঙ্খলা পরিস্থিতির বিষয়ে কঠোর পদক্ষেপ গ্রহন করেছে বলে জানান।