ঠাকুরগাঁও জেলা এডভোকেসি প্লাটফর্ম কমিটি গঠন।
https://www.obolokon24.com/2017/09/thakurgaon_68.html
আব্দুল আউয়াল ঠাকুরগাঁও প্রতিনিধি:ইএসডিও’র আয়োজনে জেলা এডভোকেসি প্লাটফর্ম কমিটি গঠন করা হয়েছে। গতকাল মঙ্গলবার ইএসডিও’র প্রধান কার্যালয়ে নেটওয়ার্ক অফ নন্ মেইনষ্টীমেড মার্জিনালাইজ কমিউনিটিস ফাউন্ডেশন (এনএরনএমসি) এর সহযোগিতায় সুশিল সমাজ প্রতিনিধি, দলিত ও আদিবাসীদের নিয়ে সভা অনুষ্ঠিত হয়।
নেটওয়ার্কিং
ফর ইনকুশান এন্ড এমপাওয়ারমেন্ট অফ দলিতস্ এন্ড আদিবাসীজ ইন নর্থ ওয়েষ্ট অফ
বাংলাদেশ প্রকল্পের কমিটি গঠনে সভায় সভাপতিত্ব করেন, ইএসডিও’র নির্বাহী
পরিচালক ড. মুহম্মদ শহীদ উজ জামান। বক্তব্য রাখেন, ঠাকুরগাঁও প্রেস কাবের
সভাপতি আবু তোরাব মানিক, জেলা পরিষদ সদস্য নজরুল ইসলাম স্বপন, জেলা মটর
পরিবহন শ্রমিক ইউনিয়নের সাংগঠনিক সম্পাদক শাহাদাত হোসেন, সাবেক পৌর
কাউন্সিলর সফিউল এনাম পারভেজ, সদর উপজেলা এডভোকেসী প্লাটফর্ম এর সভাপতি
সাংবাদিক মনসুর আলী, উপ-সহকারী কৃষি কর্মকর্তা আশরাফ আলী, পীরগঞ্জ উপজেলা
এ্যাডভোকেসী প্লটফর্ম এর সভাপতি মুক্তিযোদ্ধা হাফিজুর রহমান, ঠাকুরগাঁও
চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রি এর পরিচালক মামুন উর রশিদ, জাতীয়
আদিবাসী পরিষদ এর উপদেষ্টা এ্যাড. ইমরান হোসেন চৌধুরী, সাংগঠনিক সম্পাদক
যাকব খালকো, আদিবাসী নেতা বিশুরাম মুর্মু, হরিজন ঐক্য পরিষদের সভাপতি নরেশ
দাস ও সাধারণ সম্পাদক রাজু বাসফোর, ইএসডিও’র এসিসটেন্ট প্রোগ্রাম
কো-অর্ডিনেটর ও প্রেমদীপ প্রকল্পের ফোকাল পার্সন শামীম হোসেন, এনএনএমসি’র
এ্যাডভোকেসী অফিসার সফিকুল ইসলাম, ইএসডিও প্রেমদীপ প্রকেল্পের টেকনিক্যাল
ম্যানেজার (এডভোকেসী) মোকসেদুল মোমেনিন। সভাটি সঞ্চালনা করেন প্রেমদীপ
প্রকল্পের টেনিক্যাল ম্যানেজার শাহীন। সভা শেষে প্রেস কাবের সভাপতি আবু
তোরাব মানিককে সভাপতি ও সাবেক পৌর কাউন্সিলর সফিউল এনাম পারভেজকে সহ সভাপতি
এবং বিশুরাম মুর্মুকে সাধারণ সম্পাদক করে ১৭ সদস্য বিশিষ্ট ঠাকুরগাঁও জেলা
এডভোকেসি প্লটফর্ম কমিটি গঠন করা হয়। অনুষ্ঠান শেষে শপথ বাক্য পাঠ করান
ইএসডিও’র নির্বাহী পরিচালক ড. মুহম্মদ শহীদ উজ জামান।