বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ কিশোরগঞ্জ উপজেলা কমান্ডের দায়িত্ব গ্রহন

মোঃ শামীম হোসেন বাবু,কিশোরগঞ্জ(নীলফামারী)সংবাদদাতাঃ
নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলায় বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদের কিশোরগঞ্জ উপজেলা শাখা  কমান্ডের ১১ সদস্য বিশিষ্ঠ নতুন কার্যনির্বাহী কমিটির দায়িত্ব গ্রহন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার দুপুর বারোটার দিকে মুক্তিযোদ্ধা কমপ্লেক্য্র ভবনে উপজেলার সকল মুক্তিযোদ্ধার উপস্থিতিতে এক সমাবেশের মাধ্যমে  এ অনুষ্ঠান  অনুষ্ঠিত হয়েছে।
 কিশোরগঞ্জ উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের উপজেলা কমান্ডার হাবিবুর রহমান হাবুল বলেন,গত ১৭ই সেপ্টেম্বর মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের ৭৮৩ নং স্বারকে পুর্বের কমান্ডারকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা কাছে দায়িত্বভার হস্তান্তর করা হয়। কিন্তু পরবর্তীতে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের ৬০৯ নং স্বারক মোতাবেত জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিলের ১৪.৯.২০১৭ তারিখে অনুষ্ঠিত ৪৯ তম সভার সিদ্ধান্ত অনুযায়ী বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদের গঠন তন্ত্রের ১৬(ঞ) ধারা মোতাবেক উক্ত আদেশ প্রত্যাহার করে পুণরায় দায়িত্ব পালনের নির্দেশ দেয়া হয়। মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের  ৩০.৭,১৭ইং ৬১১ নং  স্বারক মোতাবেক উপজেলা কমান্ড কাউন্সিলের পরবর্তী নির্বাচন না হওয়া পর্যন্ত উপরোক্ত দায়িত্ব প্রদান করা হয়েছে। এসময় উপস্থিত ছিলেন, ডিপুটি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা গনেষ চন্দ্র রায়, সহকারী কমান্ডার বীর মুক্তিযোদ্ধা  আলহাজ্ব আবুল  হোসেন, বীর মুক্তিযোদ্ধা জহির উদ্দিন, বীর মুক্তিযোদ্ধা তমিজ উদ্দিন, জ্যোতিশ চন্দ্র রায় প্রমুখ। 
উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এম মেহেদী হাসান বলেন, মহামান্য হাইকোর্টের নির্দেশে (রিট পিটিশন নং-৯৭২৭) ও  মন্ত্রণালয়ের এক স্বারকে পুর্বের কমিটিকে ক্ষমতা প্রদান করা হয়েছে।

পুরোনো সংবাদ

সমাজ-সংগঠন 1111795680761326155

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item