ইউপি চেয়ারম্যান পেটালো তার মা, ভাই, বোনকে! নেপথ্যে জমিজমা বিরোধ

মামুনুররশিদ মেরাজুল,পীরগঞ্জ (রংপুর)  প্রতিনিধি ঃ

পীরগঞ্জে জমি-সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে চৈত্রকোল ইউপির চেয়ারম্যান জিয়াউর রহমান সবুজ তার মা, বোন, ভাইকে পিটিয়ে হাসপাতালে পাঠিয়েছে। মঙ্গলবার সন্ধ্যায় উপজেলার চৈত্রকোল ইউনিয়নের কলোনী বাজারে ঘটনাটি ঘটেছে। ওই ঘটনার পর পীরগঞ্জ থানার পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, উপজেলার চৈত্রকোল ইউপির চেয়ারম্যান জিয়াউর রহমান সবুজ ওই ইউনিয়নের কলোনীবাজারে তার ব্যক্তিগত অফিসের সাথে পৈত্রিক ১ একর ১৩ শতক জমি ভাগবাটোয়ারা ছাড়াই খামার করে একাই ভোগদখল করছেন। এ নিয়ে চেয়ারম্যানের মা, ভাই, বোনের সাথে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। একপর্যায়ে মঙ্গলবার ওই জমিতে খামারের সীমানা প্রাচীর নির্মাণকালে এর প্রতিবাদ করতে গেলে চেয়ারম্যান সবুজ এবং তার সাঙ্গপাঙ্গরা চেয়ারম্যানের মা, বোন ছোট ভাই মধু মিয়া এবং ভগ্নিপতি ইছাহাক হোসেনকে লাঠি দিয়ে বেদম মারপিট করে। এ সময় পথচারীরা চেয়ারম্যানের ওই ঘটনার দৃশ্য দেখলেও কেউ এগিয়ে আসার সাহস পায়নি। পরে আশংকাজনক অবস্থায় চেয়ারম্যানের ছোট ভাই পারভেজ হোসেন মধু কে প্রথমে পীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও পরে রংপুর মেডিকেলে ভর্তি করা হয়েছে। মা আনোয়ারা বেগম(৬০), বোন পারভীন (৩৫) কে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। গতকাল বুধবার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়ে দেখা যায়, চেয়ারম্যানের মা আনোয়ারা বেগম এফ- ১৯ এবং বোন পারভীন বেগম এফ-১৮ নং বিছানায় অসহ্য যন্ত্রনায় কাতরাচ্ছেন। মা আনেয়ারা ভয়ার্ত-অসহায় কন্ঠে বলেন, আমার স্বামীও (মজিবর রহমান) চেয়ারম্যান ছিল। সে কয়েক বছর আগে মারা গেছে। আমি অসহায়ভাবে দিনযাপন করছি। কিন্তু ছেলে চেয়ারম্যান হয়েও আমার খোঁজ খবর নেয় না। জোরপূর্বক জমি, গাছপালা সব দখল কওে খাচ্ছে। সে আমাকে যেভাবে মারপিট করেছে, এর প্রতিদান আল্লাহ ওকে দিবে। বোন পারভীন জানায়, আমি ওর নির্বাচনের সময় ৩ লাখ টাকা দিয়েছি। সেটা দিচ্ছে না। পাশাপাশি আব্বার জমিগুলো একাই দখল করে খাচ্ছে। আমাদেরকে মারপিটের সময় সেই পুলিশ নিয়ে গিয়েছিল। আবার আমাদের বিরুদ্ধেই অভিযোগ দিয়েছে। চেয়ারম্যান সবুজ বলেন, মধু একজন ইয়াবাসেবী। ওই...ই আমাকে মারপিট করেছে। আমি তার বিরুদ্ধে থানায় অভিযোগ দিয়েছি। মামলা হয়েছে কিনা জানি না। থানার ওসি রেজাউল করিম বলেছেন-ঘটনা জানার পরই রাতেই ইন্সপেক্টর তদন্ত হারুন অর রশীদকে সাথে নিয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছি। চেয়ারম্যানের মা, বোন, ভাই চিকিৎসাধীন রয়েছে বলে জেনেছি।

পুরোনো সংবাদ

রংপুর 6129494222182961859

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item