পঞ্চগড়ের আটোয়ারীতে একই রাতে দুই ছিনতাই

সাইদুজ্জামান রেজা,পঞ্চগড় প্রতিনিধি ঃ


পঞ্চগড়ের আটোয়ারীতে আইন শৃঙ্খলার চরম অবনতি হওয়ায় ইদানিং ছিঁচকে চোরের উপদ্রপ ও ছিনতাই বৃদ্ধি পেয়েছে। উপজেলার বিভিন্ন গ্রামে গরুচুরির ঘটনা কিছুদিন ধরে ঘটলেও এবার শুরু হয়েছে ছিঁচকে চোরের উপদ্রপ সহ ছিনতাইয়ে ঘটনা। চলতি মাসেই উপজেলার মেডিসিন কর্ণারের সত্বাধিকারী রফিকুল ইসলামের বাসা থেকে বাই সাইকেল ও মোবাইল ফোন , রবি কসমেটিক স্টোরের সত্বাধিকারী আবুল কালাম আজাদের বাসা থেকে ৪টি মোবাইল সেট, আলোয়াখোয়া তপশিলী স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ শফিকুল ইসলামের বাসা থেকে একটি বাই সাইকেল,রেইন কোট কাপড় চোপড় চুরি হয়। এছাড়াও উপজেলা সদরে বেশ কিছু বাসা-বাড়িতে ছোট খাট চুরির ঘটনা অহরহ ঘটছেই। গত ১৭ আগস্ট উপজেলার মির্জাপুর (ডাঙ্গাপাড়া) গ্রামের মুসলিম উদ্দীনের পুত্র মোঃ আলম (৩৫)রাত প্রায় ৮ টার দিকে আটোয়ারী হতে মির্জাপুর যাওয়ার পথে মির্জাপুর যাত্রী ছাউনির কাছে একদল দুস্কৃতিকারী পথরোধ করে মারপিট দিয়ে জখম করে পকেটে থাকা ৫০ হাজার টাকা ছিনতাই করে চম্পট দেয়। এব্যাপারে আলম বাদী হয়ে আটোয়ারী থানায় একটি এজাহার দাখিল করেছেন। অপরদিকে একই রাতে আলোয়াখোয়া ইউনিয়নের পাল্টাপাড়া গ্রামের মৃত লেবুয়া ধনীর পুত্র মোঃ খাদেমুল ইসলাম(৪৫) ও ঝড়–য়ার পুত্র তহিদুল (৩৪) রাত প্রায় সাড়ে ১২টার দিকে গুঞ্জরমারী হতে পাল্টাপাড়া মটর সাইকেল যোগে যাওয়ার পথে বড় সিঙ্গিয়া ঝলঝলী পুকুর এলাকায় একদল ছিনতাইকারী পাকা রাস্তায় রশি টেনে ওৎ পেতে থাকলে মটর সাইকেল সহ টানা রশিতে বাধাপ্রাপ্ত হয়ে উল্টে পড়ে। সাথে ওৎ পেতে থাকা ছিনতাইকারীরা তহিদুলকে মারপিট দিয়ে রশি দিয়ে বেধে রাস্তা থেকে কিছু দুরে গাছে বেধে রাখে। তার পকেটে থাকা ৩ হাজার টাকা ছিনিয়ে নেয়। অপর জন মটর সাইকেল চালক খাদেমুল ইসলাম রশিতে বাধাগ্রস্থ হয়ে পাকা রাস্তায় পড়ে মাথা ,হাত পা সহ শরীরের বিভিন্ন অংগ জখম হয়ে পড়ে থাকা অবস্থায় ছিনতাইকারীরা লাঠি দিয়ে এলোপাথারী মারপিট করে পকেটে থাকা তার সাড়ে ৭ হাজার টাকা নিয়ে চম্পট দেয়। পরক্ষনে আলোয়াখোয়া ইউপি’র গ্রাম পুলিশ হবিবর রহমান ওই রাস্তা দিয়ে যাওয়ার পথে খাদেমুলকে রক্তাক্ত অবস্থায় রাস্তায় পড়ে থাকতে দেখে তার স্বজনদের ফোন দিয়ে খবর দেয়। স্বজনদের সহযোগিতায় তাদেরকে উদ্ধার করে আটোয়ারী হাসপাতালে ভর্তি করে।

পুরোনো সংবাদ

পঞ্চগড় 6381598986169557992

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item