নীলফামারীতে স্বেচ্ছাসেবক দলের ৩৭তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন
https://www.obolokon24.com/2017/08/nilphamari_19.html
ইনজামাম-উল-হক নির্ণয়, নীলফামারী ১৯ আগষ্ট॥
আলাদা আলাদা কর্মসূচির মাধ্যমে নীলফামারীতে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৩৭তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে।আজ শনিবার জেলা স্বেচ্ছাসেবক দলের আয়োজনে বনার্ঢ্য র্যালি শহর প্রদক্ষিণ করে পৌর বাজারস্থ দলীয় কার্যালয়ে ফিরে সমাবেশে মিলিত হয়।
স্বেচ্ছাসেবক দলের জেলা আহ্ববায়ক প্রবীর গুহ রিন্টুর সভাপতিত্বে প্রতিষ্ঠা বার্ষিকীর সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির রংপুর বিভাগীয় সহ-সাংগঠনিক স¤পাদক ও জেলা সাধারণ স¤পাদক শামসুজ্জামান জামান।অন্যান্যের মধ্যে বক্তব্য দেন জেলা বিএনপির সাংগঠনিক স¤পাদক মীর সেলিম ফারুক, পৌর সভাপতি জহুরুল আলম, সাধারণ স¤পাদক মাহবুব উর রহমান, সদর উপজেলা সাধারণ স¤পাদক রাহেদুজ্জামান দোলন প্রমুখ।
এর আগে সকালে দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করা হয়।
এদিকে সকাল ১১টার দিকে জেলা স্বেচ্ছাসেবকদলের যুগ্ম সাধারণ স¤পাদক আবু সুফিয়ান রুমেলের নেতৃত্বে শহরের বড় বাজার এলাকা থেকে আলাদা আরেকটি র্যালি বের হয়ে দলীয় কার্যালয় প্রাঙ্গণ বড় মাঠে ফিরে আলোচনা সভায় মিলিত হয়।
সেখানে জেলা ছাত্রদলের প্রাক্তন আহবায়ক মোর্শেদ আযম, সদর উপজেলা ছাত্রদলের প্রাক্তন সাধারণ স¤পাদক খালিদ বিন তিবরিজ তুষার, পৌর যুবদলের প্রাক্তন সাধারণ স¤পাদক শিহাবুজ্জামান শিহাব প্রমুখ বক্তব্য দেন।