যৌতুকের কারনে নব-বধুকে পিটিয়ে হত্যা করে লাশ ঝুলিয়ে রাখার অভিযোগ।

আনিছুর রহমান মানিক, ডোমার (নীলফামারী)প্রতিনিধি>>

যৌতুকের কারনে নববধু হেলেনা বেগম কে পিটিয়ে হত্যা করে, লাশ ফাঁসিতে ঝুলিয়ে রাখার অভিযোগ করেছে নববধুর পরিবার।এ ঘটনায়  স্বামী লাল মিয়া পলাতক। ঘটনাটি ঘটেছে, বিলুপ্ত সিট মহল দহলা খাগড়াবাড়ী ডাঙ্গাপাড়া গ্রামে।জানা যায় উক্ত গ্রামের আব্দুস ছাত্তারের ছেলে পল্লী চিকিৎসক লাল মিয়া(২২) র সাথে গত ৬ মাস পূর্বে ডিমলা উপজেলার খগাখড়ি বাড়ী দহল পাড়া গ্রামের আব্দুল গফুরের কন্যা গুলশান আরা বেগম@ হেলেনা (১৮) সাথে বিয়ে হয়।হেলেনার ভাই নুরুজ্জামান জানান কিছু দিন সংসার জীবন না পেরোতেই হেলেনার স্বামী লাল মিয়াসহ তার বাড়ীর লোক জন যৌতুকের বাকী টাকার জন্য হেলেনা কে প্রায় দিনই শারিরিক ও মানষিক নির্যাতন করতে থাকে। এরই জের ধরে  গত ২৬ আগস্ট শনিবার সকাল থেকে শুরু করে বিকাল পর্যন্ত স্বামী স্ত্রীর মধ্যে ভীষন ঝগড়া হয়। মারধরের এক পর্যায়ে লাল মিয়ার আঘাতে হেলেনার মৃত্যু হয়। বিষয়টি ভিন্ন খাতে প্রবাহিত করার জন্য লাশের গলায় ওরনা পেচিয়ে ঘড়ের স্বরের সাথে ঝুলিয়ে রেখে নিজেই আতœহত্যা করেছে বলে অপপ্রচার চালায়। হেলেনার বাবার বাড়ির লোক আসার আগেই  লাল মিয়া ও তার বাবা ছাত্তারসহ বাড়ীর লোকজন বাড়ী ছেড়ে পালিয়ে যায়। হেলেনার ভাই নুরুজ্জামান আরও জানান, আমরা সন্ধ্যায় এসে দেখি ওড়না পেচানো বোনের লাশ মাটিতে পা লাগা অবস্থায় ঝুলে আছে, পার্শ্বে কোন চেয়ার বা টুল ছিল না, তারা মেরে লাশ ঝুলিয়ে রেখেছে বলে অভিযোগ করেন। ঘটনাটি বেগতিক দেখে চালাকি করে সংশিষ্ট ইউপি সদস্য আহিয়ার মেম্বার পুলিশ আসার আগেই লাশ মাটিতে নামায়। রাত ৮ টায় পুলিশ এসে লাশ উদ্ধার করে পঞ্চগড় মর্গে পাঠায়। ময়না তদন্ত শেষে পরদিন হেলেনার বাবার কাছে লাশ হস্তান্তর করে পুলিশ। স্বামীর বাড়ী ছেড়ে তার বাবার বাড়ীতে লাশ দাফন করা হয়।দেবীগঞ্জ  থানার ওসি আমিনুল ইসলাম জানান, ময়না তদন্ত রিপোর্ট আসার পরে আসল রহস্য জানা যাবে, আপাতত একটি ইউডি মামলা হয়েছে। হেলেনা হত্যাকান্ডের খুনিদের দৃষ্টান্তমূলক শাস্তির জোর দাবী জানান তার পরিবার।

পুরোনো সংবাদ

পঞ্চগড় 6577657357603097446

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item