প্রথমবারের মতো র‌্যাঙ্কিংয়ের সেরা দশে সাব্বির

ডেস্ক-
প্রথমবারের মতো আইসিসির কোনো র‌্যাঙ্কিংয়ের সেরা দশে উঠে এসেছেন বাংলাদেশি ক্রিকেটার সাব্বির রহমান। টি-টোয়েন্টির হালনাগাদ র‌্যাংকিংয়ে ব্যাটিং বিভাগে শীর্ষ দশে উঠে এসেছেন তিনি। তার রেটিং পয়েন্ট ৬২৭। চ্যাম্পিয়নস ট্রফিটা একদমই ভালো যায়নি। ওয়ানডে ফর্মটাও বলার মতো নয়। তবে এর মধ্যে টি-টোয়েন্টি ক্রিকেট দিয়ে একটা সুখবর পেলেন সাব্বির রহমান।

গত জানুয়ারিতে টি-টোয়েন্টি ক্যারিয়ারের সেরা রেটিং পয়েন্ট অর্জন করেছিলেন সাব্বির। কিন্তু তখনো সেরা দশে ঢোকা হয়নি। সেই ৬৫০ রেটিং পয়েন্ট এখন কমে হয়েছে ৬২৭। তবে বাকিদের আরও অবনমন তাঁকে সেরা দশে তুলে আনল। বাংলাদেশি ব্যাটসম্যানদের মধ্যে এর আগে সাকিব ২০১২ সালে ওয়ানডে ব্যাটিং র‌্যাঙ্কিংয়ের সেরা দশে উঠেছিলেন।

অবশ্য টি-টোয়েন্টির অলরাউন্ডারদের তালিকায় শীর্ষেই আছেন সাকিব। এই বাংলাদেশি তারকার রেটিং পয়েন্ট ৩৫৪।

টি-টোয়েন্টি ব্যাটিং র‌্যাংকিং
১. বিরাট কোহলি (৭৯৯)
২. অ্যারন ফিঞ্চ (৭৮৭)
৩. কেইন উইলিয়ামসন (৭৪৫)
৪. গ্লেন ম্যাক্সওয়েল (৭১৮)
৫. জো রুট (৬৯৯)
৬. অ্যালেক্স হেলস (৬৭৪)
৭. ফাফ দু প্লেসি (৬৬৪)
৮. মোহাম্মদ শেহজাদ (৬৬৪)
৯. হ্যামিল্টন মাসাকাদজা (৬৫৭)
১০. সাব্বির রহমান (৬২৭)

পুরোনো সংবাদ

খেলাধুলা 418857040658795400

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item