সৈয়দপুরে সড়ক পরিবহন শ্রমিকদের বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত

তোফাজ্জল হোসেন লুতু, সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি:

নীলফামারী জেলা বাস-মিনিবাস শ্রমিক ইউনিয়ন আয়োজনে বাংলাদেশ সড়ক পরিবহন মালিক-শ্রমিক ঐক্য পরিষদ এর ডাকে এক বিক্ষোভ মিছিল ও শ্রমিক সমাবেশ হয়েছে হয়েছে।বুধবার বেলা ১১টায় ষড়যন্ত্রকারী কথিত নামধারী সংগঠন সড়ক পরিবহন শ্রমিক লীগের দূর্ধর্ষ কর্ণধার ও মুল নেতা ইনসুর আলী গংদের বিরুদ্ধে ওই বিক্ষোভ মিছিল ও সমাবেশ আয়োজন করা হয়। সৈয়দপুর কেন্দ্রীয় বাস টার্মিান এলাকায় অনুষ্ঠিত শ্রমিক সমাবেশে বক্তব্য রাখেন বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশন রংপুর বিভাগীয় কমিটির প্রচার সম্পাদক ও নীলফামারী জেলা বাস-মিনিবাস শ্রমিক ইউনিয়নের সাধারন সম্পাদক মো. আলতাফ হোসেন, বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশন রংপুর বিভাগীয় কমিটির আইন বিষয়ক সম্পাদক ও নীলফামারী জেলা বাস-মিনিবাস শ্রমিক ইউনিয়নের সাংগঠনিক সম্পাদক মো. মমতাজ আলী, নীলফামারী জেলা বাস-মিনিবাস শ্রমিক ইউনিয়নের সমাজকল্যাণ সম্পাদক মো. আব্দুস সামাদ, নীলফামারী জেলা বাস-মিনিবাস শ্রমিক ইউনিয়নের মাইক্রোবাস,জিপ,কার,পিক-আপ উপ-কমিটির সাধারণ সম্পাদক মো. মানিক মিঞা প্রমূখ। আর বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশন ও  নীলফামারী  জেলা বাস-মিনিবাস শ্রমিক ইউনিয়নের সংগ্রামী সভাপতি আখতার হোসেন বাদল অসুস্থতা জনিতকারণে ভারতে অবস্থান করায় তিনি সমাবেশে উপস্থিত হতে পারেননি। এজন্য তিনি সকলের নিকট দোয়া ও সুস্থতা কামনা করেছেন।  
এর আগে সড়ক পরিবহন শ্রমিকদের একটি বিশাল বিক্ষোভ মিছিল বের হয়। নীলফামারী জেলা বাস-মিনিবাস শ্রমিক ইউনিয়নের সৈয়দপুরস্থ কেন্দ্রীয় কার্যালয় থেকে মিছিলটি বের করা হয়। মিছিলটি সৈয়দপুর কেন্দ্রীয় বাস টার্মিনাল এলাকা প্রদক্ষিণ করে। উল্লেখ্য,সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশন  প্রস্তাবিত সড়ক পরিবহন আইন-২০১৭ সংশোধনের দাবি করে আসছে। কিন্তু   কথিত নামধারী সংগঠন সড়ক পরিবহন শ্রমিক লীগের দূর্ধর্ষ কর্ণধার ও মুল নেতা ইনসুর আলী গংরা পরিবহন মালিক-শ্রমিকদের ওই দাবির সম্পূর্ণ বিরোধিতা করছে। সেই সঙ্গে তারা এ নিয়ে নানা রকম ষড়যন্ত্রের ফন্দিফিকিরও করছে।    

পুরোনো সংবাদ

সমাজ-সংগঠন 2205489617952216688

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item