ডোমারে চাঁদাবাজীর দায়ে মানবাধিকার কর্মীর আইডি কার্ড বাতিল।

আনিছুর রহমান মানিক, ডোমার, (নীলফামারী) প্রতিনিধিঃ

নীলফামারীর ডোমারে চাঁদাবাজীর দায়ে এক মানবাধিকার কর্মীর আইডি কার্ড বাতিল করেছে কর্তপক্ষ। সুত্রমতে যানাযায়, উপজেলার জোড়াবাড়ী ইউনিয়নের দক্ষিণ জোড়াবাড়ী ৩নং ওয়ার্ডের মোসলেম উদ্দিন মেকারের ছেলে প্রাইভেট মাষ্টার মানিক (৩০) আর্ন্তজাতিক মানবাধিকারের আইডি কার্ড ব্যবহার করে নিজেকে সাংবাদিক আবার কখনো গোয়েন্দা পরিচয় দিয়ে এলাকায় চাঁদাবাজী, দূর্নীতিসহ এসএসসি ও এইচএসসি পরীক্ষার্থীদের প্রশ্নপত্র দেয়া ও বেকার যুবকদের চাকুরী দেয়ার নাম করে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নিয়ে প্রতারনা করেছে। বিভিন্ন গণমাধ্যম সহ ডোমার থানায় জিডি মোতাবেক তার বিরুদ্ধে সমস্ত অভিযোগ প্রমানিত হওয়ায় আর্ন্তজাতিক মানবাধিকার সংস্থার জেলার সভাপতি মোঃ তাজু  ও সম্পাদক  মনোয়ার হোসেন চৌধুরী গত ০৬/০৬/২০১৭ ইং তারিখে প্রতারক প্রাইভেট মাষ্টার মানিকের সাময়িক ভাবে দেয়া আইডি কার্ডটি যাহার নং-৬৬৩৪৩৬৭ বাজেয়াপ্ত (বাতিল) বলে ঘোষনা করেন। এবিষয়ে সদয় অবগতির জন্য উপজেলা নির্বাহী কর্মকর্তা, থানা অফিসার ইনচার্জ ও চেয়ারম্যান জোড়াবাড়ী ইউপি বরাবর প্রেরণ করেন। জেলা সভাপতি মোঃ তাজু জানান, তাকে অস্থায়ী ভাবে ৩মাসের জন্য একটি আইডি নম্বর দেয়া হয়, কিন্তু তার অসৎ উদ্দেশ্য ও সিমাহীন চাঁদাবাজীর জন্য পূর্ণাঙ্গ নিয়োগ পত্র না দিয়ে বাতিল করতে বাধ্য হলাম। অদ্য তারিখ হইতে ওই ব্যাক্তি আমাদের সংগঠনের নাম ব্যবহার সহ কোন কার্যক্রমের সাথে জড়িত থাকিতে পারিবে না। যদি কখনো আমাদের সংগঠনের নাম ব্যবহার সহ মানবাধিকার কর্মী, গোয়েন্দা বা সাংবাদিক পরিচয় প্রদান করে, তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহন করবেন বলে জানান।

পুরোনো সংবাদ

নীলফামারী 4208465956935147074

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item