পঞ্চগড়ে আগুনে ১৬ পরিবারের ৫০ ঘর পুড়ে ছাই

তোতা মিয়া,পঞ্চগড় প্রতিনিধি:

পঞ্চগড়ে সদর উপজেলার গড়িনাবাড়ি ইউনিয়নে অগ্নিকান্ডে নিম্ন আয়ের ১৬ পরিবারের ৫০ ঘর আগুনে পুড়ে ছাই হয়েছে। রোববার ভোরে সদর উপজেলার গড়িনাবাড়ি ইউনিয়নের ডাঙ্গাবাড়ি গ্রামে এই অগ্নিকান্ডের ঘটনা ঘটে। স্থানীয়রা জানায়, ওই গ্রামের আকিমুল ইসলামের রান্নাঘর থেকে আগুনের সূত্রপাত হয়ে মুহুর্তে তা চারপাশে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে পঞ্চগড় ফায়ার সার্ভিসের কর্মীরা প্রায় দুই ঘন্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনেন। কিন্তু এর মধ্যেই ওই গ্রামের পাশাপাশি থাকা ১৬ টি পরিবারের ৫০ টি ঘর আগুনে পুড়ে যায়। ধান, চাল, ডাল, ভুট্টা ও নগদ টাকাসহ প্রায় ২০ লক্ষ টাকার সম্পদ আগুনে পুড়ে নষ্ট হয়েছে। ৯ টি ছাগল ও শিক্ষার্থীদের বই আগুনে পুড়ে গেছে। অগ্নিকান্ডের শিকার বশির উদ্দিন জানান, মানুষের চিৎকার শুনে চারদিকে দেখি শুধু আগুন। আমি দৌড়ে বাইরে আসি। ঘরের কিছুই বের করতে পারিনি। আমার ৩ টি ছাগল ও নগদ ৫৫ হাজার টাকা চোখের সামনেই আগুনে পুড়ে গেছে। পঞ্চগড় ফায়ার সার্ভিসের ভারপ্রাপ্ত উপ-সহকারী পরিচালক আব্দুল মালেক জানান, ডাঙ্গাবাড়ি গ্রামে অগ্নিকান্ডের খবর পেয়ে আমরা ঘটনাস্থলে গিয়ে প্রায় দুই ঘন্টা চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণে আনি। তবে এর মধ্যেই ১৬ পরিবারের ৫০ টি ঘর আগুনে পুড়ে যায়। স্থানীয় জনপ্রতিনিধি ও প্রশাসনের কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করে ক্ষতিগ্রস্তদের মাঝে শুকনো খাবার, চাল, ঢেউটিন ও নগদ অর্থ  বিতরণ করেছেন।

পুরোনো সংবাদ

পঞ্চগড় 7126558525292569729

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item