নীলফামারীতে এটুআই প্রোগ্রামের ওরিয়েন্টেশন কর্মশালা

ইনজামাম-উল-হক নির্ণয়, নীলফামারী ১৪ জুন॥
নীলফামারী জেলা তথ্য অফিসের উদ্যোগে প্রধানমন্ত্রীর কার্যালয়ের একসেস টু ইনফরমেশন (এটুআই) প্রোগ্রামের আওতায় ইউডিসি ও পিডিসি উদ্যোক্তাদের নিয়ে ওরিয়েন্টেশন কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
আজ বুধবার দুপুর ১২টায় জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে জেলা প্রশাসকের সহযোগিতায় ও জেলা তথ্য অফিসের আয়োজনে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।
জেলা তথ্য অফিসার আলমগীর কবিরের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা প্রশাসক মোহাম্মদ খালেদ রহীম।
জেলা প্রশাসক মোহাম্মদ খালেদ রহীম বলেন, বর্তমান সরকার ডিজিটাল বাংলাদেশ গঠনে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। সরকারি সব প্রতিষ্ঠানে ডিজিটাল সিস্টেম চালু করা হয়েছে। আধুনিক তথ্য প্রযুক্তির সুবিধা জনগণের দ্বারপ্রান্তে পৌঁছে দিতে সরকার বিভিন্ন উদ্যোগ গ্রহণ ও বাস্তবায়ন করেছে।
তিনি আরও বলেন, ইউনিয়ন ও পৌরসভায় ডিজিটাল সেন্টারসহ শিক্ষা প্রতিষ্ঠানে শেখ রাসেল ডিজিটাল ল্যাব স্থাপন করা হয়েছে। এতে ডিজিটাল বাংলাদেশের সুবিধা প্রত্যন্ত অঞ্চলে পৌঁছে গেছে। ডিজিটাল সুবিধা যাতে সবাই পায় সে লক্ষে সরকার কাজ করছে। সরকারের প্রচেষ্টা সফল করতে সবাইকে মিলে একসঙ্গে কাজ করে দেশকে সামনের দিকে এগিয়ে নিতে হবে।
উক্ত কর্মশালায় নীলফামারী জেলার সকল ইউনিয়ন ও পৌরসভার (ইউডিসি ও পিডিসি) উদ্যোক্তারা অংশ নেন।

পুরোনো সংবাদ

নীলফামারী 9103036049403576221

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item