নীলফামারীতে চাল ক্রয় অভিযান শুরু

ইনজামাম-উল-হক নির্ণয়, নীলফামারী ৮ জুন॥
নীলফামারীতে শুরু হয়েছে বোরো মৌসুমে খাদ্য বিভাগের চাল ক্রয় অভিযান। আজ বৃহস্পতিবার বেলা ১১টার দিকে জেলা সদরের পুরাতন স্টেশন সড়কে খাদ্যগুদাম চত্ত্বরে ওই ক্রয় অভিযানের উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহাম্মদ খালেদ রহীম।
এসময় উপস্থিত ছিলেন জেলা খাদ্য নিয়ন্ত্রক কাজী সাইফুদ্দিন অভি, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ মোহাম্মদ বেলায়েত হোসেন, সদর উপজেলা খাদ্য নিয়ন্ত্রক তহিদুর রহমান, খাদ্য গুদাম কর্মকর্তা জাহেদুল ইসলাম, জেলা চালকল মালিক সমিতির সহসাধারণ সম্পাদক মো. কামরুজ্জামান, সদর উপজেলা চালকল মালিক সমিতির সাধারণ সম্পাদক মহসির আলী সরকার প্রমুখ।
জেলা খাদ্য নিয়ন্ত্রক কাজী সাইফুদ্দিন অভি জানান, জেলায় এবার ১৫ হাজার মেট্রিকটন বোরো চাল সংগ্রহের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে। ছয় উপজেলার সাত খাদ্যগুদামের মধ্যে ইতিমধ্যে চারটিতে ছয় হাজার ৩৩ মেট্রিকটন চাল সংগ্রহ করা হয়েছে। জেলার মোট ৫৭৩ জন মিল মালিকের মধ্যে চাল সরবরাহের জন্য এপর্যন্ত ১৫৬জন চুক্তিবদ্ধ হয়েছেন।
তিনি বলেন,‘চুক্তিবদ্ধ না হলে চার বছর এবং চুক্তিবদ্ধ হয়ে চাল সরবরাহ না করলে দুই বছর খাদ্য বিভাগে চাল সরবরাহ করতে পারবেন না মিল মালিকরা।

পুরোনো সংবাদ

নীলফামারী 5654738952502267949

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item