নীলফামারী পৌরসভার বাজেট ঘোষণা

ইনজামাম-উল-হক নির্ণয়, নীলফামারী ৮ জুন॥
নীলফামারী পৌরসভার ২০১৭- ১৮ অর্থ বছরের বাজেট ঘোষণা করা হয়েছে। আজ বৃহস্পতিবার দুপুরে জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে ৬৫ কোটি ৯৪ লাখ ৯৬ হাজার ১৯৮ টাকার উদ্বৃত্ত ওই বাজেট ঘোষণা করেন পৌর মেয়র দেওয়ান কামাল আহমেদ।
বাজেটে ৬৫ কোটি ৭৫ লাখ ৫৩ হাজার টাকার ব্যয় নির্ধারণ করে ১৯ লাখ ৪৩ হাজার ১৯৮ টাকা উদ্বৃত্ত দেখানো হয়।
বাজেট ঘোষণা শেষে জনগনের মুখোমুখি হয়ে বিভিন্ন প্রশ্নের জবাব দেন পৌর মেয়র দেওয়ান কামাল আহমেদসহ পৌর পরিষদের সদস্যরা। অনুষ্ঠানটি নীলফামারী চৌরঙ্গী ক্যাবল নেটওয়ার্কে সরাসরি সম্প্রচার করা হয়েছে এবং বাসা-বাড়ি, ব্যবসা প্রতিষ্ঠান থেকে মুঠোফোনের মাধ্যমে পৌরসভার বিভিন্ন সমস্যা ও সম্ভাবনার বিষয়ে প্রশ্ন করেন নাগরিকরা।অনুষ্ঠানটি সঞ্চালনা করেন দৈনিক জনকন্ঠের ষ্টাফ রির্পোটার তাহমিন হক ববী।
এসময় বেশীরভাগ নাগরিক শহরে মাদকের বিস্তার, রাস্তা, পানি নিস্কাশন, ডাষ্টবিনের স্বল্পতা, অপ্রতুল সড়ক বাতি, মশা মাছির উপদ্রবসহ নানাবিধ সমস্যার কথা তুলে ধরেন।
শেষে পৌর মেয়র দেওয়ান কামাল আহমেদ বলেন, মাদক এবং জঙ্গিবাদ আমাদের উন্নয়নের বড় বাধা, আমাদের সম্মিলিত ভাবে এর বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করতে হবে। শহরকে মাদকমুক্ত করতে মাদক ব্যবসায়ীদের চিহ্নিত করে কর্মসংস্থানের ব্যাবস্থা করা হবে।

পুরোনো সংবাদ

নীলফামারী 3815492622214565733

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item