জলঢাকা ও কিশোরগঞ্জ উপজেলায় জঙ্গীবাদ বিরোধী প্রচারণায় তুরিন আফরোজ

ইনজামাম-উল-হক নির্ণয়, নীলফামারী ১০ জুন॥ 
নীলফামারীর জলঢাকা ও কিশোরগঞ্জ উপজেলায় দুই দিনব্যাপী জঙ্গীবাদ বিরোধী প্রচারণা চালিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুনালের প্রসিকিউটর ব্যারিস্টার তুরিন আফরোজ। এসময় তিনি বিভিন্ন সমাবেশে বক্তৃতা দেন।
জঙ্গীবাদ বিরোধী গণসচেতনতা সৃষ্টির লক্ষ্যে শনিবার বিকেলে বালাগ্রাম ইউনিয়নের চাওরাডাঙ্গী গ্রামে ‘তুরিন আফরোজ বালিকা উচ্চ বিদ্যালয়’ মাঠ ও পরে গোলনা ইউনিয়নের ভাদুর দর্গাহ্ মাঠে অনুষ্ঠিত সমাবেশে বক্তৃতা দেন তিনি। এর আগে গত শুক্রবার জেলার কিশোরগঞ্জ ও জলঢাকা উপজেলার বিভিন্ন ইউনিয়নে একই ধরণের সমাবেশ অনুষ্ঠিত হয়।
তাঁর ব্যক্তিগত উদ্যোগে পরিচালিত ‘ইসলামের শিক্ষা নেই, জঙ্গীবাদ রুখে দেই’ নামক কর্মসূচির আওতায় পবিত্র কোরআন শরীফ ও হাদিসের বিভিন্ন আয়াত সম্বলিত ব্যানার, সাইনবোর্ড ওই দুই উপজেলার গুরুত্বপূর্ণ স্থানে স্থাপন করেন তিনি।
এসব সমাবেশে ব্যারিস্টার তুরিন আফরোজ বলেন,‘ইসলাম শান্তির ধর্ম, মানবতার ধর্ম। একজন প্রকৃত মুসলমান কখনোই জঙ্গীবাদকে সমর্থন করতে পারেন না। আর যদি কেউ করে থাকেন, তবে তিনি নিসন্দেহে ইসলামের পথ থেকে দূরে সরে গেছেন। তাই আমাদের উচিৎ ইসলামের প্রকৃত মর্মার্থকে অনুধাবন করে সেই অনুযায়ী জীবন পরিচালনা করা।’
এসব অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জলঢাকা উপজেলা আওয়ামী লীগের সভাপতি আনছার আলী মিন্টু, সাধারণ সম্পাদক শহীদ হোসেন রুবেল, যুবলীগ নেতা ও উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান আব্দুল ওয়াহেদ বাহাদুর, গোলনা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কামরুল ইসলাম চৌধুরী প্রমুখ।ওই দুই দিনে তিনি দুই উপজেলায় পাঁচ শতাধিক জাকাতের শাড়ি বিতরণ করেন।

পুরোনো সংবাদ

নীলফামারী 136452497140099738

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item