পঞ্চগড়ে ক্রিকেট নিয়ে চলছে ভয়াবহ জুয়া

 তোতা মিয়া,পঞ্চগড় প্রতিনিধি:
পঞ্চগড়ে ডিজিটাল মাধ্যমে চলছে ভয়াবহ জুয়া। পাড়া মহল্লা, হাট বাজার, এমনকি গ্রামাঞ্চলেও ক্রিকেট জুয়া ছড়িয়ে পড়েছে ব্যাপক হারে। জড়িয়ে পড়ছে স্কুল কলেজ পড়ুয়া শিক্ষার্থীসহ ব্যবসায়ীরা অনেকেই। এরই মধ্যে ক্রিকেট বাজি ধরতে গিয়ে ল্যাপটপ, মোবাইল, মোটরসাইকেল, স্বর্ণের চেইন, নগদ টাকা হারিয়েছে অনেকে।

তবে ক্রিকেট জুয়াড়িরা এখনো গোয়েন্দাদের ধরা ছোঁয়ার বাইরে। ক্লাবে পাড়ায় মহল্লায় অফিসে সর্বত্রই জায়গা করে নিয়েছে এখন তা সবার মুখে মুখে।

জেলার শত শত স্পটে ক্রিকেট খেলা নিয়ে চলছে লাখ লাখ টাকার বাজি। টেলিভিশনে যে কোন ক্রিকেট খেলা হলে বাজিকররা খেলার দলগত হারজিত, পাওয়ার প্লেতে কত রান, প্রতি ওভার বল বাই বল রান, ওভারে ছয়/চার দলের মোট রান, খেলায় কয়টি উইকেট পড়বে, খেলায় কে সেঞ্চুরী করবে এছাড়া আরো অনেক কিছুতে চলে লাখ লাখ টাকার বাজি।

সাম্প্রতিক সময়ে ক্রীড়াঙ্গণে আলোচিত বিষয় ক্রিকেট নিয়ে জুয়াড়ির জুয়া। যা সমাজের অবক্ষয়ের আশঙ্কায় পরিণত করবে এমন মন্তব্য অভিভাবক মহলের। বাজিধরা এখানকার রিতিতে পরিণত হয়েছে। বাজি ধরা হয় যেকোন খেলায়। এক ব্যবসায়ি জানান, এই ক্রিকেট জুয়ায় তিনি আজ নিঃস্ব সবকিছু হারিয়ে আত্মীয় স্বজন বন্ধু বান্ধবের নিকট ঋণ করা ছাড়াও সুদের উপর টাকা নিয়ে ক্রিকেট জুয়া খেলেছি।

পুরোনো সংবাদ

পঞ্চগড় 2931294015696174042

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item