সৈয়দপুরে শিল্প সাহিত্য সংসদের ১০৬ তম প্রতিষ্ঠাবার্ষিকীর ২ দিনব্যাপী উৎসব অনুষ্ঠান শেষ


তোফাজ্জল হোসেন লুতু,সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি:

সৈয়দপুর শহরের বনেদী সাংস্কৃতিক সংগঠন ঐতিহ্যবাহী ও প্রাচীনতম শিল্প সাহিত্য সংসদের ১০৬ তম প্রতিষ্ঠাবার্ষিকীর উৎসব অনুষ্ঠানমালা শেষ হয়েছে। রেলওয়ে মর্তূজা মিলনায়তনে আয়োজিত দুই দিনব্যাপী প্রতিষ্ঠাবার্ষিকী উৎসব অনুষ্ঠানের শেষ দিনে গত রাতে ছিল আলোচনা সভা, পুরস্কার বিতরণী ও দর্শকনন্দিত ম্যাগাজিন অনুষ্ঠান।
 গত রাতে প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নীলফামারী জেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মো. জয়নাল আবেদীন।
এতে সভাপতিত্ব করেন সৈয়দপুর শিল্প সাহিত্য সংসদের সভাপতি পৌর মেয়র অধ্যক্ষ মো. আমজাদ হোসেন সরকার।
সভার শুরুতেই স্বাগত বক্তব্য রাখেন সংগঠনের সাধারণ সম্পাদক সাংবাদিক আমিনুল হক। এতে অন্যান্যদের বক্তব্য রাখেন খুরশীদ আনোয়ার প্রমূখ।
অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথিবৃন্দ,সংসদের সকল সদস্য-সদস্যা ও তাদের পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।
পরে সাংবাদিক সাকির হোসেন বাদলের উপস্থাপনায় একটি ম্যাগাজিন অনুষ্ঠান পরিবেশিত হয়।
 এরপর প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত অভ্যন্তরীণ বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়েছে।
আলোচনা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিাটি উপস্থাপনা করেন সংসদের সদস্য মো. আব্দুল খালেক।
এর আগে প্রতিষ্ঠাবার্ষিকী উৎসবের প্রথম দিন গত বৃহস্পতিবার অনুষ্ঠিত হয় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান ও নাটক।
সাংস্কৃতিক অনুষ্ঠানে শিল্প সাহিত্য সংসদের সদস্য শিল্পীরাসহ সংগঠন পরিচালিত সঙ্গীত বিদ্যালয়ের শিক্ষার্থীরা নৃত্য ও সংগীত পরিবেশন করেন। পরে মীর সরওয়ার আলী মুকুল রচিত নাটক “আইয়ুব ঘটকের বিয়ে” মঞ্চস্থ হয়। এটির নিদের্শনায় ছিলেন সংসদের সদস্য  মো. রফিকুল ইসলাম।
এতে সংসদের সদস্য শিল্পী ছাড়াও অতিথি শিল্পীরা অভিনয় করেন।  

পুরোনো সংবাদ

শিল্প-সাহিত্য-সংস্কৃতি 936902594333732488

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item