টি-টোয়েন্টির নতুন অধিনায়ক সাকিব

ডেস্কঃ
টি-টোয়েন্টিতে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের নতুন অধিনায়ক হয়েছেন সাকিব আল হাসান। আজ শনিবার বিকেলে এক সংবাদ সম্মেলনে ক্রিকেট বোর্ডের সভাপতি নাজমুল হাসান পাপন বিষয়টি নিশ্চিত করেন।

পাপন জানান, আম্পায়ারিং কমিটির নতুন চেয়ারম্যান হয়েছেন শেখ সোহেল। পাপন বলেন, ক্রিকেটারদের মাসিক বেতন ও ম্যাচ ফি বৃদ্ধি করা হয়েছে। এখন থেকে টেস্টে সাড়ে তিন লাখ, ওডিআই ক্রিকেটে দুই লাখ এবং টি-টোয়েন্টিতে সোয়া লাখ টাকা করা হয়েছে।

বেতন এ ক্যাটাগরিতে আড়াই থেকে চার লাখ টাকা করা হয়েছে।

প্রসঙ্গত, মাশরাফি বিন মুর্তজা অধিনায়কত্ব ছাড়ার পর সাকিব আল হাসানের নামই সবথেকে বেশি শোনা গিয়েছিল। বোর্ড সভাপতি নাজমুলের পছন্দের তালিকার শীর্ষে ছিলেন সাকিব। সেই সাকিবের হাতেই উঠল টি-টোয়েন্টি ক্রিকেটের নেতৃত্ব। এর আগে সাকিবের নেতৃত্ব চারবার টি-টোয়েন্টি খেলেছিল বাংলাদেশ। চার ম্যাচের চারটিতেই হেরেছিল বাংলাদেশ।

পুরোনো সংবাদ

খেলাধুলা 1199209096269082747

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item