পীরগঞ্জে মটরসাইকেল সহ চোর আটক

মামুনুররশিদ মেরাজুল,নিজস্ব প্রতিনিধিঃ

মটরসাইকেল চুরি করে পালানোর সময় পথিমধ্যে গাড়ির পেট্রোল শেষ হওয়ায় হেটে পথ চলা এলাকাবাসীর সন্দেহে পুলিশকে খবর।  মটরবাইক সহ থানায় নিয়ে এসে মামলা দায়ের। পুলিশ জানায় ঢাকা-রংপুর মহাসড়কে পীরগঞ্জ ফায়ার ষ্টেশনের সামনে নির্মানাধীন পুষ্টি ভবনের গ্রীল কেটে কালো রঙ্গের পালসার মটরবাইক চুরি করে নিয়ে যাওয়ার সময় পথিমধ্যে আটকে গেলে এলাকাবাসীর সন্দেহ হয়। পাশেই টহলরত এসআই নজির হোসেন এবং এএসআই আতোয়ার রহমান চোরকে চ্যালেঞ্জ করলে গাড়ি ফেলে দৌড়ে পালিয়ে যাওয়ার সময় গাইবান্ধা জেলার সাঘাটা উপজেলার পদুম শহর হাজীপাড়া গ্রামের বাবলু মিয়ার ছেলে তাজুল ইসলাম কে মটরবাইক সহ গ্রেফতার করা হয়। তাজুলের স্বীকারোক্তি মতে রাত দুইটার সময় উক্ত ভবনের গ্রীল কেটে রানা নামের জনৈক এক ব্যক্তির মটরবাইকটি বের করে যাওয়ার সময় মিঠিপুর ইউনিয়নের পানবাজার নামক স্থানে গাড়িটির তেল শেষ হয়ে যায়। খোজ নিয়ে জানা গেছে চোর তাজুল ইসলাম একজন পেশাদার মটরসাইকেল চোর। তার নামে একাধিক চুরির মামলার ওয়ারেন্ট রয়েছে। পীরগঞ্জ থানায় চুরির মামলা দায়ের করে আসামীকে জেলা হাজতে প্রেরণ করা হয়েছে।

পুরোনো সংবাদ

রংপুর 3021077342998527813

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item