বাঁধন, নীলফামারী সরকারি কলেজ ইউনিটের নবগঠিত ইউনিট কার্যকরী পরিষদ- ২০১৭ এর কমিটি ঘোষণা ও দায়িত্ব হস্তান্তর

বাঁধন, (স্বেচ্ছায় রক্তদাতাদের সংগঠন) নীলফামারী সরকারি কলেজ ইউনিটের নবগঠিত ইউনিট কার্যকরী পরিষদ- ২০১৭ এর কমিটি ঘোষণা ও দায়িত্ব হস্তান্তর অনুষ্ঠান আজ ২১ এপ্রিল সকাল ১০ ঘটিকায় নীলফামারী সরকারি কলেজের কলা ভবনে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অত্র কলেজের অধ্যক্ষ প্রফেসর দেবীপ্রসাদ মহোদয়। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিক্ষক পরিষদের সম্পাদক মোঃ আব্দুর রাজ্জাক,কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মোঃ ইমরান আলী ইমন ( ঢাকা কলেজ)।কেন্দ্রীয় সহ-সাধারণ সম্পাদক আব্দুস সালাম ( কারমাইকেল)।রংপুর জোনের সভাপতি সোহেল রানা সুজন ( ঠাকুরগাঁও সরকারি কলেজ)। রংপুর জোনের সাধারণ সম্পাদক মোঃ ওয়াহীদ হাসান বাঁধন ( কুড়িগ্রাম সরকারি কলেজ)। এছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাঁধন, কেন্দ্রীয় পরিষদ ও রংপুর জোনের অন্যান্য ইউনিটের কর্মী বৃন্দ,বিভিন্ন বিভাগের শিক্ষক বৃন্দ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাঁধন, নীলফামারী সরকারি কলেজ পরিবার-২০১৬/১৭ কার্যকরী পরিষদের আহ্বায়ক আশরাফুল হোসাইন। উক্ত অনুষ্ঠানে ২০১৩-১৪ শিক্ষাবর্ষের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের ছাত্র মোঃ মোজাহারুল ইসলামকে সভাপতি এবং ২০১৪-১৫ শিক্ষাবর্ষের অর্থনীতি বিভাগের ছাত্র মোঃ আসাদুজ্জামান আসাদকে সাধরণ সম্পাদকের দায়িত্ব দেয়ার মাধ্যমে বাঁধন, নীলফামারী সরকারি কলেজ ইউনিটের ২০১৭ কার্যকরী পরিষদ ঘোষনা করা হয়। উল্লেখ্য ২০১৬ সালের ১৬ই জানুয়ারী পরিবার হিসেবে অত্র কলেজে বাঁধনের আত্মপ্রকাশ ঘটে। বিনামূল্যে রক্তের গ্রুপ জানিয়ে দেয়া, স্বেচ্ছায় মুমূর্ষ রোগীদের রক্তদানের পাশাপাশি বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগে অসহায় মানুষদের পাশে দাড়ানোর মত কাজ করে যাচ্ছে সংগঠনটির কর্মীবৃন্দ। এরই ফলশ্রুতিতে গত ০৭ এপ্রিল ২০১৭ ইং বাঁধন, কেন্দ্রীয় পরিষদের বার্ষিক সাধারণ সভা ও দায়িত্ব হস্তান্তর অনুষ্ঠানে নীলফামারী সরকারি কলেজ পরিবারকে ইউনিটে ঘোষনা করা হয়।

পুরোনো সংবাদ

শিক্ষা-শিক্ষাঙ্গন 6197957276271543325

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item