সৈয়দপুরে আবাসিক হোটেলে অসামাজিক কার্যকলাপের দায়ে এক নারীসহ ৫ জনের এক মাস করে বিনাশ্রম কারাদন্ড

তোফাজ্জল হোসেন লুতু,সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি:

 সৈয়দপুর শহরের একটি আবাসিক হোটেলে অসামাজিক কার্যকলাপের দায়ে এক নারীসহ ৫ জনের বিনাশ্রম কারাদন্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত।শুক্রবার ভ্রাম্যমান আদালতের বিচারক নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও সৈয়দপুর উপজেলার সহকারি কমিশনার (ভূমি) আহমেদ মাহবুব-উল-ইসলাম ওই দন্ডাদেশ দেন। দন্ডপ্রাপ্তরা হচ্ছে সৈয়দপুর শহরের কাজীপাড়া মৃত. আজগার আলীর ছেলে ওই আবাসিক হোটেলের ম্যানেজার নুরু ইসলাম (৪২), বাঙ্গালীপুর দারুল উলুম মোড়ের মৃত. মোহাম্মদ হোসেনের ছেলে হোটেল বয় মঞ্জুর আলম মনু (৩০), কাজীরহাট এলাকার মৃত. মাহ্বুবুর রহমানের ছেলে হোটেলের ম্যানেজার মো. ফাইয়াজ (৪৫), নীলফামারীর ডিমলা উপজেলার মধ্য গয়াবাড়ীর মহির উদ্দীনের ছেলে খদ্দের মো. জাকারিয়া (৩০) এবং নীলফামারী শহরের বাড়াইপাড়া মৃত. সাত্তারের মেয়ে দেহপ্রসারিণী সাবিনা (৩৬)। গতকালই সাজাপ্রাপ্তদের নীলফামারী কারাগারে পাঠানো হয়েছে।
ভ্রাম্যমান আদালত সূত্রে জানা গেছে, সৈয়দপুর শহরের শহীদ জহুরুল হক সড়কের আবাসিক হোটেলে স¤্রাটে দীর্ঘদিন যাবৎ বাইরে থেকে মেয়ে এনে অসামাজিক কার্যকলাপ পরিচালনা করা আসছিল। বিশ্বস্ত খবরের ভিত্তিতে গতকাল (শুক্রবার) দুুপুরে সৈয়দপুর উপজেলা সহকারি কমিশনার (ভূমি) আহমেদ মাহবুব-উল-ইসলামের নেতৃত্বে ওই আবাসিক হোটেলে অভিযান চালায় থানা পুলিশ। অভিযানকালে সেখানে বাইরে থেকে মেয়ে নিয়ে এসে অসামাজিক কার্যকলাপ পরিচালনা করার ঘটনাটি হাতেনাতে ধরে পুলিশ সদস্যরা। এ সময় ওই হোটেলে অসাামজিক কার্যকলাপ পরিচালনার দায়ে ম্যানেজার নুরু ইসলাম ও মো. ফাইয়াস, হোটেল বয় মঞ্জুর আলম মনু, খদ্দের মো. জাকারিয়া এবং দেহপ্রসারিণী সাবিনাকে আটক করা হয়। পরে সেখানে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে আবাসিক হোটেলে অসামাজিক কার্যকলাপের দায়ে উল্লিখিতদের প্রত্যেককে এক মাসের করে বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয়েছে। ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও সৈয়দপুর উপজেলা সহকারি কমিশনার (ভূমি) আহ্মেদ মাহবুব-উল-ইসলাম।
এতে সহায়তা দেন সৈয়দপুর থানার উপ-পরির্দশক (এসআই) মো. আব্দুল আজিজসহ পুলিশ সদস্যরা।

পুরোনো সংবাদ

নীলফামারী 5670046697337039099

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item