সৈয়দপুরে জাতীয় পাট দিবস উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত

তোফাজ্জল হোসেন লুতু,সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি:

 বর্ণাঢ্য র‌্যালী ও আলোচনা সভার মধ্যদিয়ে আজ ৬ মার্চ সৈয়দপুরে জাতীয় পাট দিবস পালিত হয়েছে। পাট অধিদপ্তর ,বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের উদ্যোগে সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত আলোচনা সভার আয়োজন করা হয়। সোনালী আঁশের সোনার দেশ, পাট পণ্যের বাংলাদেশ” দিবসের এবারের প্রতিপাদ্যের ওপর ওই আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
এতে প্রধান অতিথি ছিলেন সৈয়দপুর উপজেলা পরিষদ প্যানেল চেয়ারম্যান মো. আজমল হোসেন সরকার।
সভাপতিত্ব করেন উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মোছা. হোমায়রা মন্ডল।
 এতে অন্যান্যদের মধ্যে আলোচনায় অংশ নেন উপ-সহকারি পাট উন্নয়ন কর্মকর্তা মো. রেজাউল করিম, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মো. একরামুল হক সরকার , উপজেলা পাট চাষী সমিতির সভাপতি মো. মনিরুজ্জামান জুন প্রমূখ। 
এর আগে একটি বর্ণাঢ্য র‌্যালী বের করা হয়। র‌্যালীটি উপজেলা পরিষদের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করেন। এতে  উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী,পাট ব্যবসায়ী,সুধীজন,সাংবাদিক ছাড়াও বিপুল সংখ্যক কৃষক ও পাট চাষীরা অংশ নেন।

পুরোনো সংবাদ

নীলফামারী 2212616308725036324

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item