চাঁদার টাকা অস্বীকৃতি করায় হাতীবান্ধায় প্রতিপক্ষের হাতে গরু ব্যবসায়ির উপর হামলার ঘটনায় মামলা : আটক-২

হাজী মারুফ
-চাদার  টাকা দিতে রাজী না হওয়ায় গরু ব্যবসায়িকে আটকিয়ে মারধর করে দেড় লক্ষাধিক টাকা ছিনিয়ে নিয়েছে প্রতিপক্ষ। এ ঘটনায় জড়িত ২ ব্যক্তিকে আটক করে পুলিশের নিকট সোপর্দ করেছেন স্থানীয় জনতা। হামলার ঘটনায় মামলা দায়ের করার খবর পাওয়া গেছে। ঘটনাটি ঘটেছে গত শুক্রবার সন্ধ্যায় লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার বড়খাতা ইউনিয়নের মিলন বাজার এলাকায়।
জানা গেছে, লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার পূর্ব শারডুবী এলাকার বাসিন্দা আব্দুস সাত্তারের ছেলে জরিফুল ইসলাম গত শুক্রবার সন্ধ্যার দিকে বড়খাতা হাটে গরু কেনাবেচা শেষে বড়খাতা ইউনিয়নের মিলন বাজার এলাকা হয়ে নিজ বাড়ি ফিরছিল। পথিমধ্যে রাস্তায় গতিরোধ করে পশ্চিম শারডুবী গ্রামের শাহ আলম ও পূর্ব শারডুবী এলাকার আসাদুল ইসলাম, পশ্চিম শারডুবী এলাকার মিজানুর রহমান গরু ব্যবসায়ি জরিফুলকে আটক করে ৫০ হাজার টাকা চাদা দাবি করে। দাবিকৃত চাদার টাকা দিতে অস্বীকৃতি করায় জরিফুল ইসলামকে পার্শ্ববর্তী মিলন বাজার হাট অফিসে নিয়ে গিয়ে রড, লাঠিসোটা দিয়ে বেধড়ক মারধর করে। এসময় হামলাকারিরা জরিফুলের সাথে থাকা গরু ব্যবসার দেড় লক্ষাধিক টাকা কেড়ে নেয়। এসময় তারা জরিফুলকে বিষয়টি কাউকে জানালে প্রাণনাশের হুমকি দিয়ে ঘটনাস্থল থেকে সটকে পড়েন। জরিফুলের হামলার ঘটনা জানাজানি হলে বিক্ষুদ্ধ হয়ে ওঠেন বাজারের লোকজন। পরে গুরুতর আহত অবস্থায় জরিফুল ইসলামকে উদ্ধার করে হাতীবান্ধা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। অপরদিকে, বিক্ষুদ্ধ জনতা মিলন বাজারের আতিয়ারের চায়ের দোকানে চা খাওয়ার সময় শাহ আলম ও আসাদুল ইসলামকে আটক করে। বিষয়টি তাৎক্ষনিক হাতীবান্ধা থানা পুলিশকে মিলন বাজারে কয়েক দফায় ডাকলেও সাড়া দেয়নি পুলিশ। পরে লালমনিরহাট পুলিশ সুপারকে বিষয়টি জানায় স্থানীয় গন্যমান্য ব্যক্তিরা। পুলিশ সুপারের নির্দেশে শেষমেস থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে গিয়ে আটককৃত শাহ আলম ও আসাদুল ইসলামকে থানায় নিয়ে যায়। এদিকে, নির্ভরযোগ্য একটি সুত্র দাবি করেছে, ধৃত আসাদুল ও শাহ আলম ফেন্সিডিলসহ মাদক দ্রব্যের ব্যবসার সাথে জড়িত থাকার সুবাদে তাদের সাথে থানা পুলিশের শক্ত নেটওয়ার্ক রয়েছে। যার ফলে স্থানীয়দের খবর পেয়েও থানা পুলিশ অজ্ঞাত কারনে নিরব ছিল। পরে পুলিশ সুপারের নির্দেশে ঘটনাস্থলে যায় থানা পুলিশ। ধৃতদের ছাড়িয়ে নিতে রাতভর চলে নাটকীয়কতা। অপরদিকে, হামলার শিকার জরিফুল ইসলামের স্ত্রী রেজিয়া বেগম বাদী হয়ে হাতীবান্ধা থানায় ৩ জনকে আসামী করে একটি মামলা দায়ের করেন। ঘটনার কথা স্বীকার করে ইউপি সদস্য মাসুম বলেন, জরিফুলের কাছে চাদা দাবি করে আসছিল। চাদার টাকা না দেয়ায় মিলন বাজারের হাট অফিসে আটক করে রড, লাঠিসোটা দ্বারা বেধড়ক মারধর করে। গ্রেফতারকৃতরা এ ধরনের কর্মকান্ড চালিয়ে আসছিল, স্থানীয় জনতা ক্ষিপ্ত হয়ে তাদের পুলিশে দিয়েছে। এ দিকে, মামলা দায়ের হয়েছে মন্তব্য করে হাতীবান্ধা থানার এস.আই আকরামুল হক বলেন, মামলায় ধৃত ২ আসামীকে জেল হাজতে প্রেরন করা হয়েছে।

পুরোনো সংবাদ

রংপুর 1236889383766151612

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item