লালমনিরহাটে স্বাধীনতা দিবসের মাইকিং’এ হামলা, আহত-৪

লালমনিরহাট প্রতিনিধি: সদর উপজেলার হারাটি ইউনিয়ন আওয়ামীলীগের আয়োজনে ২৬ মার্চ মহান স্বাধীনতা দিবস উৎযাপন উপলক্ষে ঘোষিত প্রচার মাইকিং’এ হামলা চালায় ওই ইউনিয়নের সাবেক চেয়ারম্যানের লোকজন। শনিবার দুপুরে ওই ইউনিয়ের মহেন্দ্রনগর এলাকায় এ ঘটনা ঘটে। অতর্কিত মামলায় প্রচার মাইকিং’এর রিক্সা চালকসহ আওয়ামীলীগের ৪জন নেতা-কর্মী আহত হয়।

জানাগেছে, ২৫মার্চ সকাল থেকে স্বাধীনতা দিবস উপলক্ষে ওই ইউনিয়নে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানকে নিয়ে স্লোগান সম্বলিত প্রচার মাইকিং বের করে স্থায়ীয় আওয়ামীলীগ। দুপুরে হঠাৎ ওই প্রচার মাইকিং’এর রিক্সায় অতর্কিত হামলা চালিয়ে ওই রিক্সা চালকসহ আওয়ামীলীগের কয়েকজন নেতা-কর্মীকে মারধর করে এবং মাইকিং’এর রেকোর্ডিং মেমোরি ছিনিয়ে নেয় ইউনিয়নের সাবেক চেয়ারম্যান সিরাজুল ইসলামের লোকজন। মামলায় রিক্সা চালক সুমন, আ’লীগের অঙ্গ সংগঠনের সদস্য আতিকুর, বকুল মিয়া. রাশেদ মিয়াসহ ৪জন আহত হয়। এমন সন্ত্রাসী হামলার ঘটনায় স্থানীয় হারাটি ইউনিয়ন আ’লীগের সাধারন সম্পাদক আবুল কাসেম খন্দকার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে ইউনিয়ন আওয়ামীলীগ অফিসে সন্ধ্যায় সাংবাদিক সম্মেলন করেন। সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন, হারাটি ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি রফিকুল ইসলাম রফিক, ইউনিয়ন মহিলা আ’লীগের সাধারন সম্পাদীকা বিউটি বেগম, বঙ্গবন্ধু পরিষদ ইউনিয়ন শাখার সভাপতি রবিউল ইসলাম, ইউনিয়ন শ্রমিকলীগের সাধারন সম্পাদক আসাদুল ইসলাম প্রমুখ। সাংবাদিক সম্মেলন থেকে এ ঘটনার সাথে জড়িতদের গ্রেফতার পূর্বক দৃষ্টান্তমূলক শাস্তির দাবী জানানো হয়।

পুরোনো সংবাদ

লালমনিরহাট 5899316766699870054

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item