জলঢাকায় চলচ্চিত্র নির্মাতা হাবিবুল ইসলাম হাবিবের সাথে সাংবাদিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত।

মর্তুজা ইসলাম,জলঢাকা প্রতিনিধিঃ
নীলফামারীর জলঢাকায় শুক্রবার বিকেলে বাংলাদেশের বিশিষ্ট চলচ্চিত্র পরিচালক ও নাট্যকার হাবিবুল ইসলাম হাবিব স্হানীয় সাংবাদিক ও  নতুন ভাবনার সিনেমা রাত্রিযাত্রীর সহযাত্রী ফোরামের বন্ধুদের সাথে মতবিনিময় করেছে। রাত্রিযাত্রীর সহযাত্রী ফোরামের আয়োজনে প্রেসক্লাব হলরুমে এ মতবিনিময় সভায় বাংলা সিনেমার সোনালী দিন কিভাবে ফিরিয়ে আনা যায় তার উপর আলোচনা করেন অতিথি, উপস্হিত সাংবাদিক ও সুধীমহল।
জলঢাকা প্রেসক্লাবে সহ সভাপতি বসির আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্থানীয় সংসদ সদস্য অধ্যাপক গোলাম মোস্তফা,উপজেলা নির্বাহী অফিসার মুহঃ রাশেদুল হক প্রধান,থানা অফিসার ইনচার্জ মোস্তাফিজুর রহমান , জেলা জাসদের সভাপতি অধ্যাপক আজিজুল ইসলাম, অনাথ আশ্রম চাঁদমনির পরিচালক আলহাজ্ব পিজিরুল আলম দুলাল, বিশিষ্ট আ'লীগ নেতা এ,কে,আজাদ, পৌর আঃলীগের সাধারন সম্পাদক  আব্দুল মজিদ, জলঢাকা আইডিয়াল ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ রফিকুল আলম,  সমাজকর্মী ফাতেমা ইয়াসমিন, সমবায় কর্মকর্তা সেলিমা বেগম, প্রভাষক শাহানাজ আখতার কথা, সাংবাদিক হাসিবুল ইসলাম মিতু, আসাদুজ্জামান স্টালিন, রিপোটার্স ইউনিটের সভাপতি মিত্তনঞ্জয় রায়, আবেদ আলী ও অবিনাশ রায় প্রমুখ।  অনুষ্ঠানটি পরিচালনা করেন সাংবাদিক মর্তুজা ইসলাম মাষ্টার। মতবিনিময় সভায় ‘রাত্রির যাত্রী’ সহ বাংলাদেশ চলচ্চিত্রাঙ্গনের সুষ্ঠুধারার ছবিগুলো যেন আমাদের হলমুখো করে এই আশা ব্যক্ত করেন এমপি অধ্যাপক গোলাম মোস্তফা।  ইউএনও মুহাম্মদ রাশেদুল হক প্রধান  বলেন সুস্হধারার বিনোদনের মাধ্যমে আমরা বাংলা সিনেমার সোনালী দিন ফিরিয়ে আনতে চাই।  এসময় উপস্হিত সাংবাদিক ও ‘রাত্রির যাত্রী’র সহযাত্রী ফোরামের বন্ধুদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন উপস্থিত পরিচালক হাবিবুল ইসলাম হাবিব।তিনি জানান, সুস্হধারার চলচ্চিত্র নির্মান করে দেশের মানুষকে হলমুখো করতে এটা আমার প্রয়াস মাত্র। আমার দেশ আমার সিনেমা শিরোনামে রাত্রীর যাত্রী সিনেমাটি দর্শকদের আবার সিনেমা হলে ফিরিয়ে আনবে এটা আমার বিস্বাস। এর মধ্যই সারাদেশে ‘রাত্রীর যাত্রী’র সহযাত্রী ফোরাম গঠন করেছে দর্শরা। যা বাংলা সিনেমার সুদিন ফিরিয়ে আনবে।

পুরোনো সংবাদ

নীলফামারী 1088638885719872753

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item