ডোমারে বিধবা ভাতার টাকা পরিষদের দালালের পকেটে

আনিছুর রহমান মানিক, ডোমার, (নীলফামারী) প্রতিনিধিঃ

নীলফামারীর ডোমারে বিধবা ভাতার টাকার একটি অংশ যাচ্ছে ইউনিয়ন পরিষদের দালাল পকেটে । সম্প্রতি এমন ঘটনা ঘটেছে উপজেলার ৭নং বোড়াগাড়ী ইউনিয়নের বিধবা ভাতা প্রাপ্ত  মহিলাদের সাথে। ভুক্তভোগী মহিলাদের সাথে  কথা বললে তারা দুঃখ ও ক্ষোভ প্রকাশ করে  বলেন, এলাকার জনৈক মনতাজুল তাদের প্রত্যেকের কাছ থেকে ২ থেকে ৩শত করে টাকা নিয়েছে।কিন্তুু সাংবাদিক পরিচয় দেওয়ার পর তারা অনুরোধ করেন, যে বহুদিন ঘুড়ানোর পর অনেক চেস্টা করে কার্ড পেলাম। টাকা দিয়েছি একথা অন্য মানুষ জানলে মনতাজুল আমাদের কার্ড বাতিল করে দিবে। গত ১৪/০২/২০১৭ ইং তারিখ মঙ্গলবার সোনালী ব্যাংক ডোমার শাখা থেকে বিধবা ভাতার টাকা প্রদান করেন উপজেলা সমাজ সেবা অধিদপ্তর। ব্যাংক থেকে টাকা পাওয়ার পর পুর্ব বোড়াগাড়ী ২নং ওয়ার্ডের মৃত ফারাজ উদ্দিনের পুত্র মনতাজ ইসলাম ইউনিয়নের বিধবা ভাতা প্রাপ্ত মহিলাদের বাড়ী যাওয়া নিষেধ করে বলেন সবাই একখানে জমা হও। নিরুপায় হয়ে তারা ডোমার বাজারের চান্দিনা পাড়া রাস্তায় জমা হয় এবং মনতাজুলের ধমকে তারা প্রত্যেকে ২০০ টাকা করে দিতে বাধ্য হয়। এবিষয়ে মনতাজুলের কাছে জানতে চাইলে তিনি বলেন, সবার কাছ থেকে টাকা নেইনি ৭-৮ জনের কাছ থেকে নিয়েছি। আমাকে পরিষদের মেম্বার মান্নান নিতে বলেছে। এ বিষয়ে বোড়াগাড়ী ইউ’পি পরিষদের মেম্বার আঃ মান্নান কে জানালে তিনি জানায়, টাকা নিতে বলেছি তবে মনতাজুল আমাদের পরিষদে কাগজ-পাতি নিয়ে দৌড়া-দৌড়ি করে। মনতাজুলের সম্পর্কে নাম প্রকাশ না করার শর্তে এক মুক্তিযোদ্ধর সন্তান জানান, সে পরিষদে আমার সামনে মাতৃভাতার কার্ডের জন্য মহিলাদের কাছ থেকে টাকা নিচ্ছে। তার দৃষ্টান্ত মুলক শাস্তি হওয়া দরকার। মনতাজুলের দুর্নীতি বিষয়ে একাধিক ইউ’পি সদস্য নাম প্রকাশ না করার শর্তে জানান, সে পরিষদে আসে টাকার ধান্দায়। এ বিষয়ে বোড়াগাড়ী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান তোফায়েল আহমেদের কাছে জানতে চাইলে তিনি বলেন, মনতাজুল আমাদের পরিষদের কেউ নয়। এ ছাড়া  বিধবা ভাতার টাকা দেয় ব্যাংক সেখানে পরিষদের কোন হাত নেই। প্রসঙ্গত, বিধবা ভাতা বাবদ মহিলারা আগে পেতো মাসে ৪শত টাকা এবং গত জুলাই ২০১৬ থেকে প্রতি মাসে ৫শত টাকা পাচ্ছে। আর এর মধেই তাদের কাছ থেকে ২শত টাকা নেয় দালালরা। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী দেশের দুঃখী মানুষের জন্য বিভিন্ন ভাবে কাজ করে যাচ্ছে সেখানে কিছু টাউট বাটপাররা অসহায় মানুষের খাবার কেরে খাচ্ছে। এ বিষয়ে জনমনে ক্ষোভের সৃষ্টি হয়েছে।

পুরোনো সংবাদ

নীলফামারী 2016441814461085704

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item