পীরগঞ্জে কৃষি বিভাগের সঠিক তদারকি না থাকায় এক ইউনিয়নের সার অন্য ইউনিয়নে বিক্রি

মামুনুর রশিদ মেরাজুল,পীরগঞ্জ(রংপুর)থেকেঃ

রংপুরের পীরগঞ্জে কৃষি বিভাগের সঠিক তদারকি না থাকায় এক ইউনিয়নের সার অন্য ইউনিয়নে বিক্রি করায় এলাকাবাসীর মাঝে উত্তেজনা সৃষ্টি হয়েছে। জানা গেছে উপজেলার বড় আলমপুর ইউনিয়নের ফলির বাজারে অবস্থিত মেসার্স তৃপ্তি ট্রেডার্স এর সার ডিলার তোজাম্মেল হক দুদু তার ইউনিয়নে কৃষকদের মাঝে সার না দিয়ে অন্য ইউনিয়নে সার পাচার করে বিক্রি করেন মর্মে এলাকাবাসী অভিযোগ করেন। ফলে সার সংগ্রহ করতে এসে প্রতিনিয়ত কৃষকদের ভোগান্তির স্বীকার হতে হয়। গতকাল শনিবার সরে জমিনে নয়াপাড়া গ্রামের কৃষক লাজুক আ: লতিফ মন্ডল, আ: জলিল প্রধান, ফতেপুরের হবিবর রহমান, মশিউর রহমান  জানান দুদু ডিলারের দোকানে গেলে সময় মতো সার পাওয়া যায় না। আমরা শুনেছি তিনি চতরাসহ বিভিন্ন ইউনিয়নে সার বিক্রি করে থাকেন। কৃষি বিভাগ জানায়, ১৯৮৬ সালে পীরগঞ্জ উপজেলার ১৫টি ইউনিয়নের কৃষক পরিবারের জন্য সারের প্রাপ্যতা অনুযায়ী প্রত্যেকটি ইউনিয়নে একজন করে বিসিআইসি সার ডিলার নিয়োগ করা হয়। ডিলার নিয়োগের শর্ত অনুযায়ী  প্রত্যেক ডিলারকে সংশি¬ষ্ট ইউনিয়নে প্রাণকেন্দ্রে অবস্থান করে সার বিপণে কৃষকদের সেবা প্রদান করতে হবে। কিন্তু বাস্তবে পীরগঞ্জের প্রেক্ষাপট ভিন্ন। বিশেষ করে বড় আলমপুরের ডিলার তোজাম্মেল হক দুদু খালাশপীরের মজনু, মেসার্স রানা ট্রেডার্সের আনিছার রহমান, মিঠিপুর ইউনিয়ন মেসার্স রাধারমন সাহা, ভাই ভাই ট্রেডার্স, ভেন্ডাবাড়ীর সোনালী ভান্ডারসহ উপজেলার প্রত্যেক ডিলারের কাছে কৃষকরা সার সংগ্রহ করতে গেলে নানা ধরণে ভোগান্তির স্বীকার হন। এদিকে গত শুক্রবার রাত ৭.৪৫ মিনিটে বড় আলমপুরের মেসার্স তৃপ্তি ট্রেডার্স সার ডিলার তোজাম্মেল হক দুুদু রাতের অন্ধকারে মালবাহী ভটভটি করে চৈত্রকোল ইউনিয়নের কলোনী বাজার খুচরা ও পাইকারী সার বিক্রেতা হুমায়ুন কবিরের নিকট ১০০ বস্তা ইউরিয়া/ডিআইবি সার বিক্রি করেন। এ ব্যাপারে মেসার্স তৃপ্তি ট্রেডার্স এর মুঠো ফোনে কথা হলে তিনি জানান সার বেশী থাকায় অন্য ইউনিয়নে বিক্রি করে দিয়েছি। আপনাদের যা লেখার আছে লেখেন বলে ফোনটি কেটে দেন। কৃষি কর্মকর্তা সমীর চন্দ্র ঘোষ জানান রাতে সার বিক্রি অনিয়মের বিষয়টি তদন্ত করে ব্যবস্থা নেব। এ বিষয়ে  উপজেলা নির্বাহী কর্মকর্তা কমল কুমার ঘোষ জানান এ ধরণের অনিয়ম হলে অবশ্যই ব্যবস্থা নেব।

পুরোনো সংবাদ

রংপুর 6640834708382167779

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item