ব্যাতিক্রমী শখ! ডোমারে ফেসবুক বন্ধুদের আড্ডা অনুষ্ঠিত

আনিছুর রহমান মানিক, ডোমার, (নীলফামারী) প্রতিনিধিঃ

ব্যাতিক্রমি শখ! মানুষ বিখ্যাত হওয়ার জন্য বিভিন্ন ব্যতিক্রমী উদ্দোগ গ্রহন করে থাকে। এ রকম ব্যতিক্রমি উদ্দোগ গ্রহন করে ফেসবুকের মাধ্যমে দাওয়াত করে আড়াই শতাধিক ফেসবুক বন্ধুকে একত্রিত করলেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী এ্যাডভোকেট আলহাজ্ব মনোয়ার হোসেনের সহধর্মিনী এ্যাডভোকেট নাহার সুলতানা জলি হোসেন।
২৪ডিসেম্বর শনিবার সন্ধ্যায় ডোমারস্থ কলেজপাড়ার নিজ বাসভবনে এই অনুষ্ঠানের  আয়োজন করে। এ ব্যাপারে জলি হোসেন গত ২১ ডিসেম্বর রাত ৯টা ০৩মিনিটে তার নিজস্ব ফেসবুক আই’ডি
Jolly Hossain এর মাধ্যমে ডোমারের সকল ফেসবুক বন্ধুদের দাওয়াত করেন। তার দাওয়াতের পোষ্টটি পাঠকদের জন্য হুবহু তুলে ধরা হলো। “২৪/১২/২০১৬ তারিখ আমার বাসায়
fb বন্ধুুদের দাওয়াত। যারা আসবেন তারা
yesলিখুন। আমাকে জানতে হবে আমরা কত জন। বিকাল ৫টা থেকে ৯টা আবধি থাকার মানুষিকতা থাকলে ভাল হয়।
thanks আপনাদের। যদি আমার কোন ভুল থাকে তাহলে
sorry। ডোমার কলেজ পাড়া। এ্যাডভোকেট মনোয়ার হোসেনর বাড়ি।” এই পোষ্টটিতে লাইক দেয় ১শত ৫৫জন। এবং কমেন্ট করেন ৭৬ জন। শনিবার সন্ধ্যায় সেখানে গিয়ে দেখা গেছে, তার বাড়ীর পার্শবর্তী মাঠে মঞ্চ করে সামিয়ানা টাঙ্গিয়ে ফেসবুক বন্ধুদের বসার আয়োজন করেছেন। মঞ্চে দাড়িয়ে জলি হোসেন জানান, আপনারা আমার মুল্যবান বন্ধু তাই আপনাদের জন্য সামান্ন আয়োজন। মঞ্চের ব্যানারে লেখা রয়েছে “ফেজবুক বন্ধুদের আড্ডা”। পাশেই চলছে রান্না-বান্না। বক্তব্য শেষে ওই মঞ্চেই বন্ধুদের খাওয়ার ব্যবস্থা করেন। ফেসবুক বন্ধুদের দাওয়াতে আসা ব্যাক্তিদের মধ্যে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, পৌর আঃলীগের সাধারণ সম্পাদক ময়নুল হক, ওসি তদন্ত হারেসুল ইসলাম, এসআই হায়দার আলী, প্রভাষক আবুল কালাম আজাদ, জাকির প্রধান, মৎস্য ব্যবসায়ী বাদশা আজিজ, সাংবাদিক আনিছুর রহমান মানিক, সেচ্ছা সেবক লীগের যুগ্ন আহবায়ক এমদাদুল হক মাসুম, কলেজ ছাত্রলীগের সভাপতি আব্দুল্ল্যি আল- মামুন রিমুন, সিঃসহঃ সভাপতি হাফিজুর রহমান মানিক প্রমূখ। এ ব্যাপারে এ্যাডভোকেট মনোয়ার হোসেন জানান,আড়াই শতাধিক বন্ধুর জন্য আয়োজন করা হয়েছে। খাওয়া শেষে ওই মঞ্চে প্রত্যাশা সংগীত একাডেমীর পরিবেশনায় ব্যান্ড শো পরিবেশন করা হয়। উপস্থাপনায় তৌহিদা জ্যোতি। তার এই উদ্দোগকে অনেকে ব্যাতিক্রমী উদ্দোগ বলে মনে করেন।

পুরোনো সংবাদ

সমাজ-সংগঠন 4582011844658357926

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item