বিলীন হতে চলেছে লাঠি, হাডুডু খেলা

আবু ছাইদ ঃ
নীলফামারী জেলার ডোমার উপজেলার ১০টি ইউনিয়নের গ্রাম বাংলার ঐতিহ্যবাহী খেলা লাঠি ও হাডুডু খেলা দিনে দিনে বিলীন হতে চলেছে। হাটে বাজারে গ্রামে পাড়ায় মহল্লায় হিন্দুদের ডোলের মেলা কালি পুজা সহ যে কোন মেলায় এবং বর্ষপতি অনুষ্টান ও বৈশালী মেলা, দোকানের হালখাতা বিয়েবাড়ীর অনুষ্ঠান, নতুন বর্ষবরণ অনুষ্ঠান সহ যে কোন বিশেষ দিনগুলোতে এই লাঠি খেলা ও হাডুডু খেলাটি বেশ চলত। আনন্দ ও উল্লাসে পিতা-ছেলে, দাদা-নাতী, চাচা-ভাচতা দুজনে মিলে জীবনের ঝুঁকি নিয়ে কৌশলে এই খেলাগুলো খেলত। ভীড় জমত হাট-বাজারে, গ্রাম মহল্লার স্কুল মাঠ সহ বিভিন্ন মাঠে। কাজ কর্মের অবসরে এই খেলা উপভোগ করতো গ্রাম মহল্লার হাট বাজারে সবাই মিলে। স্বচোখে খেলাগুলো দেখে বেশ আনন্দ উপভোগ করা যেত। লাঠিয়ালরা ও হাডুডু খেলোয়াড়রা দলে দলে বিভিন্ন স্থানে অন্য কারো অনুষ্ঠানেও এই খেলাগুলো খেলতো। কালের বিবর্তনে ধীরে ধীরে হারিয়ে যাচ্ছে এই খেলাগুলো। এখন আর খেলা দুটি চোখে পড়ে না। প্রতিটি এলাকার প্রবীন মানুষের কাছে ছোটদেরকে গল্প বলার মত হয়ে দাড়িয়েছে। গল্প নয়, এলাকার মানুষ এই ঐতিহ্যবাহী খেলা দুটি নিজেদের কাছে ধরে রাখতে চায়।

পুরোনো সংবাদ

খেলাধুলা 4620877505716532719

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item