রানীশনকৈলে ছাত্র-ছাত্রীদের চিত্রাংকন প্রতিযোগীতা অনুষ্ঠিত

সফিকুল ইসলাম শিল্পী, রানীশনকৈল প্রতিনিধি ঃ

ঠাকুরগাঁওয়ের রানীশনকৈল উপজেলার  শিক্ষার পাশাপাশি সংস্কৃতিচর্চা এবং শিল্পচর্চার
ধারাবাহিকতাকে এক ধাপ এগিয়ে নিতে রানীশনকৈলে ২৫ নভেম্বর শুক্রবার ১০টায় হলরুমে রানীশনকৈল
প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত হলো বিজয়ের আমন্ত্রনকে সাদরে গ্রহণ করে মহান মুক্তিযুদ্ধের উপর ৪টি গ্রুপে
প্লে থেকে দশম শ্রেণীর চিত্রাংকন প্রতিযোগীতা। শুক্রবার ছুটির দিন থাকায় উপস্থিতি কিছুটা কম হলেও
উপজেলা হলরুমের ভিতরে ছবি আঁকায় ছাত্র-ছাত্রীদের নানান রং-এ মুক্তিযুদ্ধের ইতিহাস কাহিনীকে অঙ্কন করে
বাঙালীর মানচিত্রকে শ্রদ্ধায়  বিকশিত করেছে রানীশনকৈলের বিভিন্ন স্কুলের ছাত্র-ছাত্রীর কল্পনায়।
মুক্তিযুদ্ধকে স্মৃতিচারণ করেছে রংতুলির ভাষায়। উপস্থিত ছাত্র-ছাত্রী ও অভিভাবকরা এমন একটি
মহান উদ্দ্যোগকে স্বাগত জানিয়েছেন। রানীশনকৈলের সুধী সমাজ মনে করেন সমাজের অপসংস্কৃতিকে
বিদায় জানাতে এমন মহান উদ্দ্যোগ যা জেলা প্রশাসক নিয়েছেন তা হয়তবা বর্তমান শিক্ষা ব্যবস্থাকে
একধাপ এগিয়ে নিতে সাহস যোগাবে।
এসময় উপস্থিত ছিলেন ইউ,এন,ও খন্দকার মো: নাহিদ হাসান, উপজেলা নির্বাহী অফিসার ,উপজেলা
কর্মকর্তাবৃন্দ। রানীশনকৈল ডিগ্রী কলেজের চারুকলার প্রভাষক ও সাংবাদিক সফিকুল ইসলাম শিল্পী,
প্রেসক্লাব সভাপতি মোবারক , প্রধান শিক্ষক গোপেন চন্দ্র ,ছাত্র-ছাত্রী ও অভিভাবকবৃন্দ। 

পুরোনো সংবাদ

শিল্প-সাহিত্য-সংস্কৃতি 7383460104404510053

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item