কিশোরগন্জে ব্যাক্তি মালিকানা বাগানের প্রায় পাচঁশত গাছ কর্তন করে পল্লী বিদ্যুতের লাইন সংযোগ।

নিজস্ব প্রতিনিধিঃ
জলবায়ু পরিবর্তনে গাছ লাগান পরিবেশ বাচান, সরকার দেশের মানুষকে  গাছ লাগানোর উদ্বুদ্ধ করণে এ শ্লোগানটি ঠিক করলেও এর উল্টোটা ঘটিয়েছে কিশোরগন্জের পল্লী বিদ্যুতের কর্মচারীরা। বাগানের মালিক নিজেই জানেননা তার বাগানের সহস্রাধিক কর্তন করে বিদ্যুৎ সংযোগ লাইন দিয়েছে পল্লী বিদ্যুতের লোকজন। সংবাদকর্মীদের এমন অভিযোগ করলেন ওই গাছের বাগান মালিক আব্দুল লতিফ। ঘটনাটি ঘটেছে সমপ্রতি নীলফামারীর কিশোরগন্জ উপজেলার মেলাবর টটুয়া পাড়া সাধুরবাজার এলাকায়। গতকাল  সরেজমিনে গেলে প্রতক্ষ্যদর্শী হেরেম্ব চন্দ্র রায় ও ফটিক চন্দ্র  জানায় বাগানটির গাছগুলো কাটতেছে কেন? এমন প্রশ্ন করলেও এর কোন জবাব দেননি তারা। এঘটনায় কিশোর গন্জ পল্লী বিদ্যুৎ এজিএম নুর আলমের সাথে মোবাইল ফোনে যোগাযোগ করা হলে তিনি জানান, দুর্ঘটনা এড়াতে গাছগুলো কাটা হয়েছে । তবে লাইনম্যান একটু বেশি  কাটায় আমি তাদের কাছে ক্ষমা চেয়েছি।  এদিকে গাছের বাগান মালিক বাদী হয়ে মামলার প্রস্তুতি চলছে বলে জানিয়েছে আঃ লতিফ।

পুরোনো সংবাদ

নীলফামারী 6675171616259560177

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item