সৈয়দপুরে কৃষি বিভাগের উদ্যোগে ৬টি কৃষক দলের মধ্যে ৬টি নতুন পাওয়ার টিলার বিতরণ

  তোফাজ্জল হোসেন লুতু, সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি:

সৈয়দপুরে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সমন্বিত কৃষি উন্নয়নের মাধ্যমে পুষ্টি ও খাদ্য নিরাপত্তা নিশ্চিতকরণ প্রকল্পের আওতায় গঠিত দলসমূহের মধ্যে ৬টি নতুন পাওয়ার টিলার বিতরণ করা হয়েছে।মঙ্গলবার বিকেলে উপজেলা পরিষদ চত্বরে কৃষক প্রশিক্ষণ কেন্দ্রে ওই পাওয়ার টিলার বিতরণ করা হয়।
সৈয়দপুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আবু ছালেহ মো. মুসা জঙ্গী প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কৃষকদের হাতে পাওয়ার টিলারগুলো তুলে দেন।
  এ সময় সৈয়দপুর উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মোছা. হোমায়রা মন্ডল, অতিরিক্ত কৃষি কর্মকর্তা মোছা. শাহিনা বেগমসহ কৃষি বিভাগের কর্মকর্তা-কর্মচারী ও কৃষক দলের সদস্যরা উপস্থিত ছিলেন।
 সৈয়দপুর উপজেলা  কৃষি  কর্মকর্তা মোছা. হোমায়রা মন্ডল জানান, সমন্বিত কৃষি উন্নয়নের মাধ্যমে পুষ্টি ও খাদ্য নিরাপত্তা নিশ্চিতকরণ প্রকল্পের আওতায় উপজেলার ৫টি ইউনিয়নের ৫টি  এবং সৈয়দপুর পৌরসভা এলাকায় গঠিত ১টি কৃষক দলসহ ৬টি কৃষক দলের মধ্যে ৬টি নতুন পাওয়ার টিলার বিতরণ করা হয়। এ সব পাওয়ার টিলার হস্তান্তরের আগে কৃষক দলের কাছ থেকে প্রতিটির জন্য ১২ হাজার টাকা জামানত হিসেবে গ্রহণ করা হয়েছে।

পুরোনো সংবাদ

নীলফামারী 4195767428347509302

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item