ডোমারে জমির বিরোধে খড়ের গাদায় আগুন দিয়ে প্রতিপক্ষককে ফাঁসানোর অভিযোগ।

আনিছুর রহমান মানিক, ডোমার (নীলফামারী) প্রতিনিধিঃ

নীলফামারী ডোমারে জমি সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে খড়ের গাদায় আগুন দিয়ে প্রতিপক্ষকে ফাঁসানোর অভিযোগ। ঘটনাটি ঘটেছে উপজেলার বোড়াগাাড়ী ইউনিয়নের বাগডোকরা গ্রামে। সরেজমিনে যানাযায়, উক্ত গ্রামের আব্দুল কবিরের ছেলে বেলাল হোসেন ও মশরেকুল ইসলাম বাচ্চুর ছেলে রশিদুল ইসলাম মিলে প্রতিবেশী মৃত আব্দুল জব্বারের ছেলে আকবর আলীর কাছ খেকে ৩০/১২/২০১৩ সালে ৩৪৪৩ নং দলিল মূলে সাড়ে ষোল শতক জমি খরিদ করে রশিদুল ইসলাম পাকা ঘর নির্মান করে দির্ঘদিন যাবত স্ত্রী সন্তান নিয়ে বসবাস করে আসছে। রশিদুলের পাকা ঘড়ের পার্শ্বে ফাঁকা জায়গা পড়ে  থাকায় কিছু দিনের কথা বলে আব্দুল কবির গো খাদ্দের খড়ের গাদা বসায়। রশিদুল বেশ কয়েকবার খড়ের গাদাটি সরিয়ে নিতে বললে তারা কর্ণপাত না করে উল্টো তাদের গালিগালাছ করে বলে ভুক্তভুগীরা অভিযোগ করেন। এরই ধারাবাহিকতায় গত ১৬ নভেম্বর রশিদুলের পরিবার তাদের সীমানায় বাঁশের ব্যারা লাগাতে গেলে তারা বাঁধা দেয়। বাকবিতন্ডার এক পর্যায়ে আব্দুল কবির ও তার পরিবারের লোকজন সহ তাদের ভাড়াটিয়া সন্ত্রাসী বাহিনী নিয়ে লাঠি, শোটা সহ ধারালো অস্ত্র হাতে নিয়ে রশিদুলের বাড়িতে হামলা চালায়। এবং রশিদুলের মা রশিদা বেগমকে বেধরক মারপিট করে। সেই সুযোগকে কাজে লাগিয়ে রতন ও হামিদা বেগমের যোগসাজসে আব্দুল কবির নিজেই প্রতিপক্ষকে ঘায়েল করতে খড়ের গাদায় আগুন লাগিয়ে দেয় বলে অভিযোগ উঠেছে। পরে ফায়ার সার্ভিসের সদস্যরা এসে আগুন নিয়ন্ত্রনে আনে। প্রত্যক্ষদর্শী কৃষক এনামুল ও ইউসুফ আলী জানান, আমরা পার্শ্বের জমিতে ধান কাটছিলাম চিৎকার শুনে কাছে এসে দেখি রশিদুলের পরিবারকে হেনস্তা করতে এবং মিথ্যা মামলায় ফাঁসাতে আব্দুল কবির তার কোমড়ে রাখা গ্যাস লাইট বের করে খড়ের গাদায় আগুন লাগিয়ে দেয়। রশিদুলের পরিবার তাদের ভয়ে নিরাপত্তা হীনতায় দিনাতিপাত করছে বলে তারা জানান। সঠিক তদন্তের মাধ্যমে আসল ঘটনা উৎঘাটনে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন রশিদুলের পরিবার।

পুরোনো সংবাদ

নীলফামারী 7795401830746725188

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item