সৈয়দপুরে জেলা পুলিশের উদ্যোগে সড়ক দুর্ঘটনা প্রতিরোধে সচেতনতা ও উদ্বুদ্ধকরণ সভা অনুষ্ঠিত

 তোফাজ্জল হোসেন লুতু,সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি:

 সৈয়দপুরে সড়ক দুর্ঘটনা প্রতিরোধে সচেতনতা ও উদ্বুদ্ধকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২২ নভেম্বর) সন্ধ্যায় নীলফামারী জেলা পুলিশ  সৈয়দপুর কেন্দ্রীয় বাস টার্মিনাল চত্বরে ওই সভার আয়োজন করে।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নীলফামারী পুলিশ সুপার মো. জাকির হোসেন খান।
নীলফামারী ট্রাফিক পুলিশের পরির্দশক (ওসি) মো. নাহিদ পারভেজ চৌধুরী সভায় সভাপতিত্ব করেন।
 এতে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন নীলফামারী জেলা বাস-মিনিবাস শ্রমিক ইউনিয়নের সভাপতি মো. আখতার হোসেন বাদল ও সাধারণ সম্পাদক মো. আলতাফ হোসেন, নীলফামারী জেলা বাস মিনিবাস মালিক সমিতির সাধারণ সম্পাদক মোজাম্মেল হক, সৈয়দপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আমিরুল ইসলাম, নীলফামারী জেলা মাইক্রোবাস, পিকআপ ও কার মালিক সমিতির সাধারণ সম্পাদক নিজু কুমার আগরওয়ালা, নীলফামারী জেলা ট্রাক মালিক সমিতির সড়ক সম্পাদক মো. নাসিম, নীলফামারী জেলা ট্রাক, ট্যাংকলরী শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক রনজিৎ কুমার রায় প্রমূখ।
সভায় আরো উপস্থিত ছিলেন সৈয়দপুর সার্কেলের সহকারি পুলিশ সুপার (এএসপি) মো. জিয়াউর রহমানসহ নীলফামারী জেলা বাস-মিনিবাস,ট্রাক মালিক শ্রমিক নেতৃবৃন্দ।
এর আগে সভার শুরুতেই নীলফামারী সদর সার্কেলের সহকারি পুলিশ সুপার (এএসপি) মো. জাকারিয়া সঞ্চালনায় সড়ক দুর্ঘটনার কারণ সমূহ এবং তা প্রতিরোধে করণীয় বিষয়ে বিভিন্ন দিক ভিডিও চিত্রের মাধ্যমে তুলে ধরা হয়।    
সভায় অন্যান্যদের মধ্যে বাস, ট্রাক, মাইক্রোবাস,কার,পিকআপ চালক,সুপারভাইজার ও হেলপাররা উপস্থিত ছিলেন।   

পুরোনো সংবাদ

নীলফামারী 5114736909294917390

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item