রোহিঙ্গা পরিস্থিতিতে আজ বিজিবি-বিজিপির বৈঠক

ডেস্কঃ
আজ বুধবার কক্সবাজারে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও মিয়ানমারের বর্ডার গার্ড পুলিশের (বিজিপি) আঞ্চলিক কমান্ডার পর্যায়ে বৈঠক অনুষ্ঠিত হবে। এ বৈঠকে দুদেশের সীমান্ত স্বার্থ সংশ্লিষ্ট বিষয় নিয়ে এ বৈঠকে আলোচনা হবে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। তবে মিয়ানমারের রাখাইন প্রদেশের বর্তমান রোহিঙ্গা পরিস্থিতি নিয়ে আলোচনা হবে কিনা, এখনই বলতে চাননি বিজিবির কর্মকর্তারা। তারা বলছেন, এটি একটি পরিচিতিমূলক বৈঠক। রোহিঙ্গা ইস্যুতে আলোচনার বিষয়টি মিয়ানমারের সংশ্লিষ্ট কর্মকর্তাদের ওপর নির্ভর করবে।

বাংলাদেশের দক্ষিণ-পূর্ব অঞ্চলের (চট্টগ্রাম) কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল খন্দকার ফরিদ হাসানের আমন্ত্রণে মিয়ানমারের বর্ডার গার্ড পুলিশের (বিজিপি) আঞ্চলিক কমান্ডার সন লুইন আজ বুধবার সকালে টেকনাফ সীমান্ত দিয়ে বাংলাদেশে প্রবেশ করবেন। গতকাল মঙ্গলবার ব্রিগেডিয়ার জেনারেল ফরিদ হাসান বলেন, ‘সন লুইন গত মাসে মিয়ানমারের ওই অঞ্চলের দায়িত্ব নিয়েছেন। এজন্য গত মাসেই তার সঙ্গে পরিচিত হওয়ার জন্য একটি চিঠি দেই। চিঠি পাওয়ার পর তিনি আমার আমন্ত্রণ গ্রহণ করে প্রথমে স্থানীয় সীমান্তের গুন্দুং ব্রিজের কাছে দেখা করতে চান।’

গত সপ্তাহে সন লুইন বিজিবির রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল ফরিদ হাসানকে জানান, তিনি বাংলাদেশের টেকনাফ এবং কক্সবাজার পরিদর্শন করতে চান।

ব্রিগেডিয়ার জেনারেল ফরিদ হাসান বলেন,‘তার প্রস্তাবে আমরা সম্মতি দিয়েছি। বুধবার সকালে তিনি টেকনাফ সীমান্ত দিয়ে বাংলাদেশে প্রবেশ করবেন এবং কক্সবাজারে
তার সৌজন্যে দেওয়া মধ্যাহ্নভোজে অংশ নেবেন।’

মিয়ানমারের রোহিঙ্গা ইস্যুতে দুপক্ষের মধ্যে কোনও আলোচনা হবে কিনা জানতে চাইলে ব্রিগেডিয়ার ফরিদ বলেন, ‘এটি একটি সৌজন্য সাক্ষাত। এ সাক্ষাতে কোন বিষয়ে আলোচনা হবে, আগে থেকে তা নির্ধারিত করা হয়নি। পরিস্থিতির পরিপ্রেক্ষিতে হয়তো বিষয়টি নিয়ে আলোচনা হতে পারে। তবে এটি নির্ভর করবে মিয়ানমার
পক্ষের ইচ্ছার ওপর।’

পুরোনো সংবাদ

প্রধান খবর 4871493172597151784

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item