ডোমারে নির্যাতনের শিকার হয়ে ৩ দিন ধরে হাসপাতালে কাঁতরাচ্ছে প্রতিবন্ধী রোকেয়া

আবু ফাত্তাহ্ কামাল (পাখি),স্টাফ রিপোর্টারঃ

নীলফামারীর ডোমারে বাড়ীতে আড়িপাতার অভিযোগে নির্যাতনের শিকার হয়েছে শারিরীক প্রতিবন্ধীসহ তিনজন ।ঘটনাটি ঘটেছে গত ২০ শে নবেম্মর রাতে । তিনদিন ধরে হাসপাতালে কাতরাচ্ছে প্রতিবন্ধী রোকেয়াসহ তিনজন ।
জানা গেছে,উপজেলার বামুনিয়া ইউনিয়নের  খামার বামুনিয়া গ্রামে  গত ২০ মে নভেম্বর রাতে জনৈক প্রতিবেশীর বাড়ী থেকে নিজ বাড়ীতে ফিরছিলেন কবির উদ্দিনের মেয়ে শারিরীক প্রতিবন্ধী রোকেয়া বেগম (৫০)।এ সময় প্রতিবেশী মাদ্রাসা ছাত্র নিশান (১৫) বাড়ী ফেরার পথে শারিরীক প্রতিবন্ধী রোকেয়া বেগম কে দেখে তাদের বাড়ীতে আড়িপাতার অভিযোগে কথা কাটাকাটির একপর্যায়ে  তাকে শারিরীক ভাবে নির্যাতন করেন নিশান,তার বোন ও এইচএসসি পরীক্ষাথী নিশি (১৭) ,ফুপু ও এমএ পড়–য়া ছাত্রী রাশিদা (২২) ।মারামারির এক পর্যাযে গুরুতর আহত হয়ে শাররীক প্রতিবন্ধী রোকেয়া বেগম ,তার বোন মারুফা বেগম (৫০),ভাছতি বউ পারভীন আখতার (২৪)  ডোমার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হন ।
এ ব্যাপারে নিশি (১৫) জানান,আমরা বাড়ীতে কথা বললেই ওরা আড়িপাতে ।সেদিন নিশান হাতেনাতে রোকেয়া দাদীকে ধরেছে ।ইতিপূর্বে ওরা নিজেরাই মাথা ফাটিয়ে অন্যকে ফাঁসানোর চেষ্টা করেছে,এখনও আমাদের করছে ।
বামুনিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ওয়াহেদুজ্জামান বুলেট জানান,শুনেছি,নিশি মোবাইলে কথা বলছিল,রোকেয়া আড়ি পেতে শুনছিল ।উভয় পক্ষ মারামারি হলে উভয় পক্ষ হাসপাতালে ভর্তি হয়েছে,তবে রোকেয়ারা বেশী আহত হয় ।

পুরোনো সংবাদ

নীলফামারী 3937128029828343129

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item