নীলফামারী রেলষ্টেশনে বিড়ম্বনা

নিজস্ব সংবাদদতাঃ
কাউন্টারে মাষ্টার নেই, ট্রেন আসার সময় হয়ে গেছে যাত্রীরা লাইন ধরে টিকিটের জন্য দাড়িয়ে আছে কিন্তু বুকিং ক্লার্ক নেই, ঘটনাটি গত ২২ নভেম্বর নীলফামারী রেল ষ্টেশনে।৭৩৩ আপ রাজশাহী থেকে চিলাহাটি গামী তিতুমীর এক্সপেÍ্রস ট্রেনের সময়। যাত্রীরা বহু হট্টগোল ও চেঁচামেচির পর ষ্টেশন মাষ্টার বুকিং ক্লার্ককে খুজতে যায়,কিন্তু তার কোন খবর নেই অবশেষে ষ্টেশন মাষ্টার সীল ছাড়া তারিখ বিহীন টিকিট দিলে যাত্রীরা নিতে অপারগতা প্রকাশ করে।পরে সীল এনে টিকিট দেওয়া হয় তা আবার বিরাট ভুল নীলফামারী চিলাহাটি টিকিট না দিয়ে নীলফামারী-পার্বতীপুর টিকিট দেওয়া হয়। যাহা যাত্রীরা তাড়া হুড়া করে হাতে নিয়ে ট্রেনে উঠে টিকিটে দেখতে পায় টিকিটে ভুল,এনিয়ে যাত্রীদের মধ্যে তুমুল হট্টগোল শুরু হলে  ট্রেনে কর্তব্যরত পরিচালক যাত্রীদের শান্ত করেন।বিড়ম্বনার শিকার যাত্রী সাংবাদিক তোজাম্মেল হোসেন মঞ্জু বলেন,এ বিনা টিকিটে ভ্রমনে উৎসাহিত করতেই এ ধরনের বিড়ম্বনা কিনা খতিয়ে দেখা প্রয়োজন।  এব্যাপারে রেলের ডিসিএম পাকসীর নিকট বিয়টি জানালে তিনি ব্যবস্থা নিবেন বলে আশ্বাস দেন।

পুরোনো সংবাদ

নীলফামারী 2320759565362051142

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item