সৈয়দপুরে লক্ষণপুর স্কুল এন্ড কলেজের শিক্ষক রেজা মাস্টারের মায়ের ইন্তেকাল

তোফাজ্জল হোসেন লুতু,সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি:

  ফরিদপুর মেডিক্যাল কলেজের সহকারী অধ্যাপক ডা. মো. রফিকুল ইসলাম ও সৈয়দপুর উপজেলার লক্ষণপুর স্কুল এন্ড কলেজের স্কুল শাখার সহকারী প্রধান শিক্ষক মো. রেজাউল করিম রেজা মাস্টারের মা রাবিয়া বেগম আর নেই। তিনি গত শুক্রবার রাত ১১টায় সৈয়দপুর ১০০ শয্যা বিশিষ্ট হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ... রাজিউন)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮০ বছর। তিনি ৫ ছেলে ২ মেয়ে সন্তান নাতি-নাতনি, অসংখ্যক আত্মীয়-স্বজন,বন্ধু-বান্ধবসহ বহু গুনগ্রাহী রেখে গেছেন। গতকাল (শনিবার) বাদ আছর সৈয়দপুর  উপজেলার ৩ নম্বর উপজেলার বাঙ্গালীপুর ইউনিয়নের লক্ষণপুর হাইস্কুল ঈদগাহ্ মাঠে তাঁর নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। তাঁর নামাজে জানাজায় সর্বস্তরের বিপুল সংখ্যক মানুষ অংশ নেন। পরে বাদ এশা মরহুমাকে তাঁর পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে।
তাঁর মৃত্যুতে সৈয়দপুর পৌরসভার মেয়র অধ্যক্ষ আমজাদ হোসেন সরকার, সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান এ্যাড. এস এম ওবায়দুর রহমান, বাঙ্গালীপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান প্রনোবেশ চন্দ্র বাগচী, লক্ষণপুর স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ আব্দুল আজিজ, সানফ্লাওয়ার স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মোখলেছুর রহমান জুয়েল, সৈয়দপুর পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আনোয়ারুল ইসলাম,সাংবাদিক তোফাজ্জল হোসেন লুতু গভীর শোক ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছেন।
 উল্লেখ্য, মরহুমা রাবিয়া বেগম ছিলেন সৈয়দপুর উপজেরার ৩ নম্বর বাঙ্গালীপুর ইউপি’র সাবেক চেয়ারম্যান মরহুম আব্দুল লতিফ সরকারের ছোট বোন, পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলা প্রাণি সম্পদ কার্যালয়ের ভেটেরিনারি সার্জন ডা. মো. আব্দুর রাজ্জাকের মাতা।

পুরোনো সংবাদ

নীলফামারী 3704216561417523369

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item