সৈয়দপুরে উদীচী শিল্পী গোষ্ঠী ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

তোফাজ্জল হোসেন লুতু,সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি:

 নানা কর্মসূচির মধ্যদিয়ে সৈয়দপুরে গতকাল শনিবার (২৯ অক্টোবর) সন্ধ্যায় বাংলাদেশ উদীচী শিল্পী গোষ্ঠী’র ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। কর্মসূচির মধ্যে ছিল বর্ণাঢ্য র‌্যালী, আলোচনা সভা, যেমন খুশি তেমন সাজো প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠান।
সন্ধ্যায় শহরের সাহেবপাড়াস্থা সংগঠনের নিজস্ব কার্যালয়ে প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এতে সভাপতিত্ব করেন বাংলাদেশ উদীচী শিল্পী গোষ্ঠী সৈয়দপুর শাখার সভাপতি ও সরকারী কারিগরী মহাবিদ্যালয়ের অধ্যক্ষ ড. শাহ্ মো. আমির আলী আজাদ।
এতে অন্যান্যদের মধ্যে আলোচনায় অংশ নেন বীর মুক্তিযোদ্ধা প্রকৌশলী নুরুজ্জামান জোয়ারদার, ম. আ. শামীম, উদীচী সৈয়দপুর শাখার সম্পাদক শফিউল ইসলাম রঞ্জু, আমিনুর রহমান প্রমূখ। আলোচনা সভাটি পরিচালনা করেন অপু।
এর আগে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে একটি বর্ণাঢ্য র‌্যালী বের করা হয়।
পরে হোসনে আরা লিপির পরিচালনায় একটি মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশেত হয়। এতে বিভিন্ন শিল্পীরা সংগীত ও নৃত্য পরিবেশন করেন।
 শেষে যেমন খুশী তেমন সাজো প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।

পুরোনো সংবাদ

শিল্প-সাহিত্য-সংস্কৃতি 491728980295086327

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item