ডিমলা বিএমআই কলেজে নবীণবরণ ও একাডেমিক ভবনের শুভ উদ্বোধন

জাহাঙ্গীর আলম রেজা ,ডিমলা (নীলফামারী) প্রতিনিধি :

রোববার ৩০ অক্টোবর সকালে নীলফামারীর ডিমলা টেকনিক্যাল এন্ড বিজনেস ম্যানেজমেন্ট ইন্সটিটিউট এ নবীনবরণ ও প্রতিষ্ঠানটির একাডেমিক ভবনের শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়। উদ্বোধন করেন নীলফামারী-১ (ডোমার-ডিমলা) আসনের সাংসদ বীর মুক্তিযোদ্ধা আফতাব উদ্দিন সরকার। ২০১৫-১৬ অর্থ বছরে শিক্ষা একাডেমিক ভবনটি মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদপ্তরের বাস্তবায়নে নিমার্ণ করেন স্থানীয় প্রকৌশল বিভাগ। শুভ উদ্বোধন শেষে কলেজ ক্যাম্পাসে নবীণ বরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি ছিলেন সাংসদ বীর মুক্তিযোদ্ধা আফতাব উদ্দিন সরকার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা  রেজাউল করিম, ডিমলা মহিলা মহাবিদ্যালয়ের অধ্যক্ষ মোকলেছুর রহমান, ডিমলা থানার অফিসার্স ইনচার্জ (ওসি) মোয়াজ্জেম হোসেন। অধ্যক্ষ আব্দুল কাদের এর সভাপতিত্বে বক্তৃতা করেন,আমন্ত্রিত অতিথি উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম,উক্ত কলেজের কার্যনির্বাহী কমিটির সদস্য তছির উদ্দিন, নুরুল হক প্রমূখ। অনুষ্ঠানের শুরুতেই প্রধান অতিথির আগমনে মানপত্র ” শ্রদ্ধার্ঘ্য” পাঠ করে শোনানো হয়। আলোচনা সভায় প্রতিষ্ঠানটির জন্য বাউন্ডারী ওয়াল ও অন্তত ২০টি কম্পিউটার চেয়ে প্রধান অতিথির দৃষ্টি আর্কষন করে বক্তৃতা করেন বিশেষ ও আমন্ত্রিত অতিথি বৃন্দ। সভায় সভাপতির বক্তৃতায় অধ্যক্ষ আব্দুল কাদের জানান, প্রতিষ্ঠানে অধ্যায়নরত প্রায় ৭০০ জন ছাত্র-ছাত্রীর জন্য কম্পিউটার ল্যাবে স্বল্প সংখ্যক কম্পিউটার রয়েছে। তবে আরো ২০টি কম্পিউটার হলে শিক্ষার্থীরা নির্বিঘেœ কম্পিউটারে দ্ক্ষতা অর্জন করতে পারবে। সবশেষে সহাকরী শিক্ষক বাদশা’র সঞ্চালনায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

পুরোনো সংবাদ

শিক্ষা-শিক্ষাঙ্গন 5722123083577945056

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item