দিনাজপুরে গরুর হালের মত অভিনব কয়দায় ঘোড়া হাল চাষ

মোঃ আরিফ জাওয়াদ, দিনাজপুর:-
এক সময় যানবাহন হিসেবে ঘোড়ার বহুল ব্যবহার ছিল। কালের বির্বতনের আজ সেই ঘোড়া বিলুপ্তির পথে। যানবাহন হিসেবে ঘোড়ার ব্যবহার চোখে মেলাই ভার। আর সেই ঘোড়ার কাঁধে এখন লাঙলের জোয়াল। গরুর হালের মত অভিনব কয়দায় ঘোড়া দিয়ে হাল চাষ করছেন - দিনাজপুরের ঘোড়াঘাটের বেলওয়া গ্রামের মধ্যে প্রান্তিক কৃষক মোঃ মোস্তকিন।

কৃষক মোস্তকিন জানান, পাওয়ার টিলার-ট্রাকটর দিয়ে জমি চাষাবাদ করা অনেক ব্যয়বহুল ; যা একজন সাধারণ কৃষকের জন্য অনেক কষ্ট সাধ্য। বাড়ীতে গরু না থাকায়, শখের বশে তার ঘোড়া ২টি দিয়ে নিজের জমি হাল চাষ করছেন।

হালচাষে ঘোড়া ব্যবহার করলে সময় এবং শ্রম দু’টোই কম লাগছে, বলে জানান মোস্তকিন।

ঘোড়া দিয়ে হাল চাষের মাধ্যমে চাষাবাদ খরচ লাগব হবে ; সেই সঙ্গে প্রান্তিক পর্যয়ের হত-দারিদ্র কৃষকদের ঘোড়া দিয়ে হাল চাষ করার আহ্বান জানান তিনি।

পুরোনো সংবাদ

নিবিড়-অবলোকন 4634803875867111255

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item