ঘাসের ডগার ঝিকমিকিয়ে উঠা শিশির বিন্দু জানিয়ে দিচ্ছে শীতের আগমনী বার্তা

ডেস্কঃ
সকালের বাতাসে এখন ঠান্ডা পরশ, মাঠের ঘাসে শিশির বিন্দু। গত কয়েকদিনের টানা বৃষ্টির পর ভোরের হালকা কায়াশা, শীত শীত ভাব এবং রাতের ঘন কুয়াশা শীতের আগমনী জানান দিচ্ছে। সোনাঝড়া রোদ্দুরের পাশাপাশি শীতের ঠান্ডা হাওয়ার বার্তা নিয়ে কার্তিকের হাত ধরে চলে এলো নবান্নের ঋতু হেমন্ত।দেশে পৌষ-মাঘকে শীত কাল ধরা হলেও হেমন্তের শুরুতেই গুটি গুটি পায়ে আমাদের মাঝে এসেছে আগাম শীত। নগর থেকে দূরে গ্রামে বা মফস্বল শহরে সকাল বা রাতে ঘাসের ডগায় জায়গা করে শিশির বিন্দু। চোখের সামনে ধরা দেয় কুয়াশা। সার দিনের ভ্যাপসা গরমের পর রাতের প্রকৃতিতে শুরু হয়েছে শীতের হিমেল পরশের গা শিরে বাতাস। অপরুপ হেমন্তের সকালের মিষ্টি রোদ পড়ছে গাছের সবুজ পাতার ওপরে। কুয়াশার সকালের শিশির সিক্ত মাটিতে ঝড়া শিউলি ফুল আর ঘাসের ডগার শিশির বিন্দু ঝিকমিকিয়ে উঠছে। গ্রাম বাংলায় হেমন্তের রূপ-শোভা কবি নজরুল ভাষায়, ‘অঘ্রাণে মাগো আমন ধানের সুঘ্রাণে ভরে অবনী’।

পুরোনো সংবাদ

নিবিড়-অবলোকন 8145053159473859173

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item